শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হত্যা মামলায় মির্জাপুরের বাঁশতৈল ইউপি চেয়ারম্যান মিল্টন জেলহাজতে

মির্জাপুর প্রতিনিধি: [২] টাঙ্গাইলের মির্জাপুর পৌর সদরের যমুনা জেনারেল হাসপাতালের প্রাক্তন ডাক্তার মনিরুল হুদা রূপম হত্যা মামলার আসামী উপজেলার বাঁশতৈল ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান মিল্টনের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত।

[৩] রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ নির্দেশ দেন।

[৪] বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) মিল্টনের কারাগারে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জাপুর থানা ও জয়দেপুর থানা পুলিশ।

[৫] আতিকুর রহমান মিল্টন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের মৃত আফতাব উদ্দিন মাস্টারের ছেলে।

[৬] মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালে বেসরকারি ক্লিনিক মির্জাপুর যমুনা জেনারেল হাসপাতালের প্রাক্তন ডাক্তার মনিরুল হুদা রূপমকে গাজীপুরের ভূগড়া এলাকায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়। সেই হত্যা মামলায় প্রথমে ৬ জনকে আসামী করে গাজীপুরের জয়দেবপুর থানায় মামলা করেন নিহতের পরিবার। পরে ২০১৬ সালে তদন্তপূর্বক আরও ৪ জনকে মামলার আসামী করা হয়। মামলাটি প্রথমে থানা পুলিশ ও পরবর্তীতে ডিবি পুলিশ, পিবিআই এবং সবশেষ সিআইডি পুলিশ তদন্ত করেছেন। মামলার তদন্তকারী কর্মকর্তার প্রতিবেদন অনুযায়ী অভিযুক্ত না হওয়ায় আদালত ৫ আসামীকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়। এ মামলার অপর ৫ আসামীর মধ্যে মিল্টনের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ার জারি হলে সে হাইকোর্ট থেকে জামিনে আসেন। উক্ত জামিনের মেয়াদ অতিবাহিত হওয়ার কারণে আদালতে হাজির না হওয়ায় পুনঃরায় গ্রেফতারি পরোয়ানা জারি করে মির্জাপুর থানায় প্রেরণ করেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি। গত রবিবার গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে আতিকুর রহমান মিল্টন জামিন আবেদন করেন। পরে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়