শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৮:৫৫ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর : কম জ্ঞানী লোকেরা মানুষকে ভয় পাইয়ে দিতে মুখস্থ করা দুর্বোধ্য সব বাক্য আউড়িয়ে মিডিয়ার শিরোনাম হবার চেষ্টায় থাকেন

শওগাত আলী সাগর : যখন কানাডার পত্রিকা পড়ি, কানাডিয়ান টেলিভিশনের খবর দেখি তখন মনে হয় কোভিডের নতুন স্ট্রেইনটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। লন্ডন, আমেরিকার মিডিয়াও তাই বলে। পশ্চিমের বিখ্যাত সব বিজ্ঞানী, গবেষকদের কথা শুনলেও মন শান্ত থাকে। মনে হয় সবকিছুই নিয়ন্ত্রণে আছে। পূবের মিডিয়ার দিকে তাকানোই যায় না। কেমন রক্ত হিম করা সব শিরোনাম! পূবের কোনো কোনো গবেষকও কেমন ‘রাক্ষসখোক্কসের গল্প’ বলার মতো নতুন স্ট্রেইনটা নিয়ে ভয় ধরিয়ে দেন। অথচ স্ট্রেইনটা একই, কেবল পৃথিবীর দুই মেরুর মিডিয়া আর গবেষকরা দুইভাবে দেখছেন। অবশ্য পূবেও এমন গবেষক আছেন, যারা বিশ্বাস করেন- এটি নিয়ে বাড়াবাড়ি করার কিছু নেই। মিডিয়ায় তাদের গলার আওয়াজ তেমন একটা পৌঁছে না।

ভাইরাস মাত্রই প্রতিনিয়ত বদলানোর চেষ্টা করে, বিজ্ঞানও প্রতিনিয়ত সেটি চিহ্নিত করে, সেই পরিবর্তনের প্রতিক্রিয়াকে রুখে দিতে সচেষ্ট থাকে। এ যেনো দাবা খেলার ‘রাজা রানী চেক’ দেয়ার মতো ব্যাপার। আর বিজ্ঞানের, গবেষণার খেলাই তো ‘জ্ঞান (নলেজ)’ নিয়ে, জ্ঞানী লোকেরা তাদের জ্ঞানকে শানিত করে ভাইরাসের মিউটেশনের (পরিবর্তনের) মুখোমুখি হয়। কম জ্ঞানী লোকেরা মানুষকে ভয় পাইয়ে দিতে মুখস্ত করা দুর্বোধ্য সব বাক্য আউড়িয়ে মিডিয়ার শিরোনাম হবার চেষ্টায় থাকেন। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়