শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিটি করপোরেশনের কাছে ঢাকা দক্ষিণের সব খাল হস্তান্তর করবে ওয়াসা

লাইজুল ইসলাম: [২] বুধবার দুপুরে রাজধানীর বাসাবোর ৪ নম্বর ওয়ার্ডে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধন করে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, বৃহস্পতিবার ঢাকা দক্ষিণের সব খাল সিটি করপোরেশনকে হস্তান্তর করবে ঢাকা ওয়াসা।

[৩] তিনি বলেন, খাল বুঝে পাওয়ার পরপরও তা উদ্ধার ও রক্ষণাবেক্ষণে মাঠে মানবে দক্ষিণ সিটি করপোরেশন। এসময় জনগণের কাছে পরিচ্ছন্ন নগর গড়ার পরিকল্পনা তুলে ধরেন তিনি।

[৪] শেখ ফজলে নূর তাপস বলেন, সুশাসিত ঢাকা আমাদের ইশতেহারের মূল প্রতিপাদ্য বিষয়। স্বশাসিত ঢাকা ছাড়া উন্নত ঢাকা গড়া সম্ভব নয়। সুতরাং কোনো ব্যক্তি যদি এতে হেয় প্রতিপন্ন হন, লজ্জিত হন, সেটা সেই ব্যক্তির বিষয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিষয় নয়।

[৫] সিটি করপোরেশন থেকে দুর্নীতি নির্মূল করারও ঘোষণা দেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, কোনো অবহেলা, কোনো অসদাচরণ, কোনো আত্মসাৎ বরদাস্ত করা হবে না। প্রধানমন্ত্রী যে রূপকল্প দিয়েছেন, সেই রূপকল্প বাস্তবায়নই মূল লক্ষ্য।

[৬] এদিকে, ঢাকা উত্তরের সব সরু গলি সম্প্রসারণের উদ্যোগের কথা জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। সকালে ভাষানটেক এলাকা পরিদর্শনে গিয়ে মেয়র নগরের সৌন্দর্য্য বৃদ্ধির পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নত করে যত দ্রুত ঢাকা শহরকে বিকেন্দ্রীকরণ করা যাবে তত দ্রুত রাজধানীর জনচাপ মোকাবিলা করা সম্ভব হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়