বিনোদন ডেস্ক: জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’র এবারের আসরে অংশ নেওয়ার জন্য সালমান খানের ভাইকে অনুরোধ করেছিলেন রাখি সাওয়ান্ত। বলেছিলেন, তার হাতে কাজ নেই। ‘বিগ বস’-এর এবারের আসরে অংশ নিতে চান। সালমান খান ব্যস্ত থাকেন তাই, আরবাজের সঙ্গে দেখাও করেছেন রাখি।
আলোচিত এ রিয়েলিটি শোতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন রাখি। আর তাতেই ঘটল বিপত্তি। রীতিমত রক্তারক্তি কাণ্ড ঘটে গেলে এবারের আসরে। এমনটাই দেখা গেছে একটি প্রোমো ভিডিওতে। ভিডিওতে দেখা গেছে, রক্ত ঝরছে রাখি সাওয়ান্তের নাক থেকে।
তার দাবি, এবারের আসরের প্রতিযোগী জাসমিন ভাসিন ফাটিয়ে দিয়েছেন রাখির নাক। বিগ বসে ঘরে ঢুকে নিজের দাপট দেখাতে শুরু করেন রাখি। বলতে থাকেন, যে গুপ্তচরবৃত্তি করবে তার যেন পা ভেঙে যায়।
রাখির এ ধরনের আচরণে ক্ষিপ্ত হয়ে ওঠেন আলি গোনি ও জাসমিন ভাসিন। রাগের মাথায় একটি মুখোশ এনে রাখির মাথায় বসিয়ে দেন জাসমিন। এরপর চিৎকার করে উঠেন রাখি। মুখোশ খুলতেই দেখা যায়, তার নাম থেকে রক্ত ঝরছে।
বিগ বসের বিভিন্ন আসরে বাকযুদ্ধ, মৃদু ধাক্কাধাক্কির ঘটনা প্রায়ই ঘটে। কিন্তু নাক ফাটানোর ঘটনা এবারই প্রথম। প্রোমো প্রকাশের পর পর্বটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে দর্শকের মাঝে। নেটিজেনরা মনে করছেন, অতিরিক্ত নাটক করছেন রাখি। তবে, আসল ঘটনা জানা যাবে সপ্তাহের শেষ পর্বে। যেখানে প্রতিটি ঘটনার চুলচেরা বিশ্লেষণ করবেন সালমান খান। সময় টিভি
https://www.instagram.com/p/CJXou0UAvdq/?utm_source=ig_web_copy_link