শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ০২:২৪ রাত
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ০২:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবিতে নতুন ল্যাব উদ্ধোধন

অপূর্ব চৌধুরী : [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে নতুন ল্যাব স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ল্যাব উদ্ধোধন করেন।

[৩] এসময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লাইসা আহমদ লিসা-এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাউদ্দীন আহমদ, সাবেক ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. মো. কাজী মো. নাসির উদ্দিন এবং বিভাগীয় শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

[৪] প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের আধুনিক ল্যাবে ব্যবহৃত যন্ত্রপাতির মধ্যে রয়েছে Conventional (PCR) Machine, Gel Electrophoresis System,Spectrophotometer,Heating Over, Centrifuge
Machine ইত্যাদি।

[৫] এ ব্যাপারে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লাইসা আহমদ লিসা বলেন, আমাদের বিভাগটি নতুন। আজ পিসিআর মেশিনসহ গবেষণার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি যুক্ত হয়ে ল্যাব উদ্বোধন হওয়ায় আমরা আনন্দিত।

[৬] পিসিআর মেশিন দ্বারা করোনার টেস্ট করা সম্ভব কিনা প্রশ্নে তিনি বলেন, এ পিসিআর মেশিন দিয়ে করোনা টেস্ট করা সম্ভব নয়। করোনা টেস্টের জন্য আরও উন্নতমানের পিসিআর মেশিন প্রয়োজন। তবে এই মেশিনের মাধ্যমে আমরা বিভাগের অন্যান্য কাজ করতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়