শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:২৬ দুপুর
আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২০, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অটোরিকশা ছিনতায়ের অভিযোগে আটক ২

ফজলুল হক: [২] গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে অটোরিকশা ছিনতায়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে আটক করেছে থানা পুলিশ।

[৩] আটককৃতরা হলো, উপজেলার পাইকপাড়া এলাকার মৃত আবু সাইদের ছেলে মেহেদী হাসান (৩২) ও একই এলাকার আ. রশিদের ছেলে আরিফ হোসেন (২২)।

[৪] পুলিশ সূত্রে জানা গেছে, মেহেদী হাসান ও আরিফ গতকাল সোমবার বিকেলে উপজেলার সফিপুর এলাকা থেকে সৌরভ নামে এক অটোরিকশার চালককে ভাড়া করে পাইকপাড়া নিয়ে যায়। পরে গজারি বনের ভেতর নিয়ে ওই চালককে মারপিট করতে থাকে। একপর্যায় ওই চালক মাটিতে লুটিয়ে পরলে ছিনতাইকারীরা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

[৫] ওই চালক জ্ঞান ফিরে দেখাতে পান তার অটোরিকশা নেই। আহত চালকের তার চিৎকারে আশপাশের লোক ছুটে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকাৎসা দেন। সৌরভের বাবা মো. শরিফুল বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলার গোয়ালবাথান এলাকা থেকে মেহেদী হাসানকে আটক করা হয়। পরে তার তথ্য মতে উপজেলার গোয়াবাথান এলাকা থেকেই আরিফকে আটক করে।

[৬] জানা যায়, রশিদ ও আরিফ র্দীঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই করে আসছে। ওই ছিনতাইকারী চক্র উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম করে থাকে।

[৭] কালিয়াকৈর থানার পুলিশের (এএসআই) ইমরান হোসেন জানান, দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তবে আরও আসামি রয়েছে। তাদের ধরার চেষ্টা চলছে। থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়