মনিরুল ইসলাম: [২] একাদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ১৪তম বৈঠকে এই সুপারিশ করা হয়েছে। কমিটির বৈঠক সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
[৩] বৈঠকে কমিটি সদস্য নারায়ন চন্দ্র চন্দ, বজলুল হক হারুন, মোঃ মনোয়ার হোসেন চৌধুরী এবং আনোয়ারুল আশরাফ খান অংশগ্রহণ করেন।
[৪] জানা যায়৷ বৈঠকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত প্রকল্পগুলো দ্রুত সমাপ্ত করার সুপারিশ করা হয়।
[৫] কমিটি বিগত বৈঠকের কার্যবিবরণী নিশ্চিত করে এবং গত বৈঠকের গৃহীত সিদ্ধান্তসমূহের অগ্রগতি নিতে বিস্তারিত আলোচনা হয়।
[৬] বৈঠকে গণপূর্ত অধিদপ্তর, রাজউক, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, নগর উন্নয়ন অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তর ও হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট এর চলমান প্রকল্পসমূহের সার্বিক কাজের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
[৭] কমিটি চট্টগ্রামের জিইসি মোড়ে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বাণিজ্যিক কাম আবাসিক প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের বিষয়ে আইন মন্ত্রণালয়ের মতামত নিয়ে ২৮ ফেব্রুয়ারি ২০২১ সালের মধ্যে নিষ্পত্তি করতে সুপারিশ করে।
[৮] বৈঠকে কক্সবাজার সমূদ্র সৈকতের রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিকট দ্রুত হস্তান্তরের সুপারিশ করা হয়।
[৯] কমিটি বস্তিবাসিদের জন্য মিরপুরে ভাড়াভিত্তিক প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়ন ও আরো নতুন প্রকল্প গ্রহণের সুপারিশ করে।
[১০] বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং অধীনস্থ সংস্থাসমূহের প্রধানগণসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।