শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৬:০০ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আহমদ শফীর মৃত্যু অস্বাভাবিক, বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন ছেলে মাওলানা ইউসুফ বিন আহমদ শফী আল-মাদানি

সমীরণ রায়/মহসীন কবির: [২] হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা আমির প্রয়াত আল্লামা শাহ আহমদ শফীর মৃত্যুর ‘রহস্য’ বিচার বিভাগী তদন্তের মাধ্যমে উদঘাটন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ৪দফা দাবি তুলে ধরেন আহমদ শফী আল-মাদানি। এরমধ্যে রয়েছে-স্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন, জড়িতদের দৃষ্টান্তমূলক শান্তির ব্যবস্থা; দায়ের করা মামলা তদন্ত করে অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে গ্রেপ্তার করা; আহমদ শফীর পরিবার ও তার অনুসারীদের নিরাপত্তা নিশ্চিত ও যারা মামলা তুলে নিতে হুমকি-ধমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া এবং সব দ্বীনী ও সামাজিক অঙ্গনগুলো থেকে বিরোধীদের অপসারণ করতে হবে।

[৩] আহমদ শফী আল-মাদানি বলেন, আল্লামা শাহ আহমদ শফীর মুত্যুর তিন দিন আগে তার অফিস রুম ও হাটহাজারী মাদ্রাসার অনেক শিক্ষকের রুম ভাঙচুর করা হয়। জীবনের শেষে মুহূর্তে তাকে প্রয়োজনীয় ওষধ খেতে দেওয়া হয়নি। রুমের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও এসি ফ্যানসহ আসবারপত্র ভাঙচুর করা হয়। মুখের অক্সিজেন খুলে ফেলাসহ হাসপাতালে যেতে বাধা সৃষ্টি করা হয়। ফলে আল্লামা আহমদ শফীর মৃত্যু স্বাভাবিক হয়েছে বলার কোনো সুযোগ নেই। জুনায়েদ বাবুনগরী বলছেন, আল্লামা শাহ্ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি এর স্বপক্ষে আমার ভিডিও বার্তার মাধ্যমে দেওয়া স্বীকারোক্তিকে দলিল হিসাবে ব্যবহার করছেন। অথচ গত ২২ সেপ্টেম্বর আমার কাছ থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নেওয়া হয়েছে।

[৪] তিনি বলেন, হেফাজতে দুইটি রাজনৈতিক দলের একটির ৩৬ জন, আরেকটির ২৪ জন সদস্যকে বিভিন্ন পদে পদায়িত করে হেফাজতকে একটি চিহ্নিত রাজনৈতিক গোষ্ঠির এজেন্ডা বাস্তবায়ন ও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে।

[৬] মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়