শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৪:১৮ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৪:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওটিটিতে ওপারের বিশেষ আকর্ষণ আমাদের চঞ্চল, মোশাররফ , জয়া থেকে শুরু করে বাংলাদেশী তারকারা

তানভীর তারেকের ফেসবুক থেকে : কারণ ওরা বানিজ্যটা বোঝে। সময়মতো বোঝে.. অথচ নেটফ্লিক্স বা প্রাইম বা হৈ চৈ এর মতো না পারি। ‘কাউ কাউ’ নামে হলেও অন্তত একটি প্লাটফর্ম গত ২ বছরে প্রতিষ্ঠিতভাবে দেখার ইচ্ছে ছিল।
দুএকটা সফটপর্ণ বানায়া এইটিন প্লাস রেটিং দিয়া অর্ধেক ইউটিউব অর্ধেক অ্যাপের কথা কিন্তু বলিনাই। বলছি বড়সড়ো বিনিয়োগের কথা !!

কারণ সারা বিশে^র প্রায় ৪০ কোটি বাংলা ভাষাভাষীকে নিয়ে এই ডিজিটাল কন্টেন্ট বিজনেস এখনও বাংলাদেশে শুরু হলো না!
গতবছর নেটফ্লিক্স বাংলাদেশ থেকে ৩০ কোটি টাকা নিয়া গেছে। ২০২০ এ ওদের অবস্থা লালে লাল। বাংলাদেশী সাবস্ক্রিপশন থেকে এবছর দ্বিগুনেরও বেশি নিয়ে যাবে। আমরা শুধু রেটিং দিয়া উল্লাস করিবো।

দেশের শীর্ষ ব্যবসায়ীরা এ নিয়ে না ভাবলে হবে না কিছু। আর এটা যে অন্য যে কোনো ব্যবসার চেয়েও বেশি লাভবান তা ব্যবসায়ীদের বুঝানোর জন্য সাংস্কৃতিক নেতাদের সেই প্রজেকশন দরকার! দরকার মেধার বিনিয়োগ!
এই ৪০ কোটি বাংলা ভাষাভাষীর জন্য অন্তত ১০ টি বানিজ্যিক অ্যাপ প্রতি বছর ১০০ কোটি টাকার ওপরে বানিজ্য করতে পারে। আমি কম করে বললাম। আমি অংক কম বুঝি !!

অথচ সুণীল-শামসুর রহমান মরার অনেক আগেই বলে গেছেন যে, বাংলার রাজধানী বাংলাদেশ। সারাবিশ্বে এর কাস্টমার বাড়তেই থাকবে, প্রজন্ম থেকে প্রজন্মে। এই ভাষাকে নিয়ে অর্থনৈতিক সমৃদ্ধির কথা আমাদের ভাবতে হবে।’

প্রয়োজন সুচিন্তিত, সুনিয়ন্ত্রিত পরিকল্পনা ও বিনিয়োগ, আমাদের দেশে টাকা আছে, সম্ভাবনা আছে বিশাল। কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে। সাবস্ক্রিপশন এমন এক জিনিষ। প্রথমে খাওয়াইয়া ফেললে পরে আসলে তার ব্যবসায় দাঁড়ানো কঠিন হবে। কারণ আজ ইথিওপিয়ার বাংলাদেশীটাও এখন বিদেশী অ্যাপে চঞ্চল ভাইকে দেখে টাকা দিয়া। দেশীয় প্লাটফর্মে বিশাল মুনাফার কথা একটু ভাবুন।
টিভি / পত্রিকা এখন এন্টারটেইন বিজনেস বা গণমাধ্যমের বাছুর পরামানিকের মতো.. জাদুঘরে রুম বুকিং এর অপেক্ষায়..
২০২০ করোনায় সবচেয়ে মন্দা বছর হলেও .. জুম-স্ট্রীম ইয়ার্ড বা এরকম দেড়শতাধিক ভার্চুয়াল স্ট্রিম অ্যাপ, নেটফ্লিক্স, এইচ বি ও , অ্যামাজন ডিজিটাল ওদের জন্য ছিল পোয়াবারো বছর।

অথচ করোনার বর্ষপূর্তি হবে আর কদিন পর। একটা ফুল প্রফেশনাল ওটিটি করা গেল না এখনও বাংলাদেশে!!! এফডিসির নেতাবৃন্দরা জানেন তো এসব পরিসংখ্যান? আমার এই তথ্যগুলোর ভুল ধরতে হলেও অন্তত বলেন যে, আপনি জানেন। আমি ভুল বকতাসি। বলেন যে, আপনারা এ নিয়ে প্রচুর গবেষণা করছেন। খুব শিগগিরই সুখবর দেবেন। প্লিজ।’

খুব শিগগিরই কোনো সিমেন্ট ব্যবসায়ী ২০০০ কোটি টাকা বিনিয়োগ করে দেশীয় ব্র্যান্ডের একটা ওটিটি প্লাটফর্ম শুরু করবে। আমরা হুড়মুড়িয়ে ভিসা কার্ড ঘ্যাচাং ঘ্যাচাং কইরা তাদের টাকা দিতে থাকব..
নিশ্চয় হবে। আশায় বুক বেঁধে রিমোর্ট হাতে নিয়া বইসা আছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়