শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৩:৫৯ রাত
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শৈত্যপ্রবাহে উত্তরাঞ্চলের তাপমাত্রা নামতে পারে ৬ ডিগ্রিতে

ডেস্ক রিপোর্ট: আবারও তাপমাত্রা কমতে শুরু করেছে রংপুরসহ আশপাশের জেলাগুলোতে। প্রতিদিনই একটু একটু করে কমছে তাপমাত্রা। তার সঙ্গে কষ্ট বাড়ছে শ্রমজীবী মানুষের। যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। এর আগে ডিসেম্বরের শেষে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস।

এদিকে মৃদু থেকে মাঝারি মাত্রার এই শৈত্যপ্রবাহের তাপমাত্রা নেমে ৬ ডিগ্রি সেলসিয়াসে আসতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। রোববার (২৭ ডিসেম্বর) দেশের ১০টি জেলায় তাপমাত্রা কমে ১০ এর নিচে এসেছে এবং আরও ১১ জেলার তাপমাত্রা এখন ১০ ডিগ্রি সেলসিয়াসের মাঝে অবস্থান করছে বলেও তাদের পক্ষ থেকে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আব্দুল মান্নান সংবাদমাধ্যকে বলেন, ‘এই শৈত্যপ্রবাহ তিন থেকে চার দিন থাকতে পারে। এটি মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে। তাপমাত্রা ৮ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে উত্তরাঞ্চল, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের কিছু এলাকার তাপমাত্রা বেশি নামতে পারে। অন্য এলাকায় তাপমাত্রা কমলেও খুব বেশি কমবে না।’

আবহাওয়া অফিস আরও বলছে, এবারের শৈত্যপ্রবাহটি হবে হিমালয় থেকে ভেসে আসা হিমবাহ থেকে। গত তিন-চার দিন এই অঞ্চলে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করেছে। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়