শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৯:৫৮ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২০’-এর খসড়া তৈরি

আনিস তপন: [২] আজ মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে খসড়াটি অনুমোদিত হয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পবিত্র হজ ও ওমরাহ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে পালন নিশ্চিত করতে এবং এজেন্সিগুলোর নিবন্ধন ও ব্যবস্থাপনার বিধিবিধান প্রণয়নের লক্ষ্যে খসড়াটি তৈরি করেছে ধর্ম মন্ত্রণালয়।

[৩] প্রস্তাবে অনিয়ম ও অসদাচরণের জন্য হজ এজেন্সির নিবন্ধন বাতিলসহ সর্বোচ্চ ৫০ লাখ এবং ওমরাহ এজেন্সির সর্বোচ্চ ১৫ লাখ টাকা জরিমানার অর্থ নগদ টাকা আদায়ের কথা বলা হয়েছে। এভাবে সম্ভব না হলে জামানত কর্তনের কথা বলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি বা এজেন্সি ১৫ দিনের মধ্যে সরকারের কাছে আপীল করতে পারবে।

[৪] খসড়ায় বলা হয়েছে, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২৩ সদস্য বিশিষ্ট হজ ব্যবস্থাপনা জাতীয় কমিটি গঠিত হবে।

[৫] এছাড়া, ধর্মমন্ত্রী বা প্রতিমন্ত্রীর সভাপতিত্বে ২৫ সদস্যবিশিষ্ট হজ ব্যবস্থাপনা নির্বাহী কমিটি গঠনের কথা বলা হয়েছে।

[৬] আইন অনুযায়ী সৌদি সরকারের সঙ্গে করা চুক্তি বা সমঝোতা অনুযায়ী সেদেশের যেকোনো স্থানে অফিস স্থাপন করে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করবে সরকার।

[৭] এজেন্সি নিবন্ধন আবেদন, নিবন্ধন দেওয়া, নবায়ন, বাতিল সংক্রান্ত পদ্ধতি ও অন্যান্য বিষয় সরকার নির্ধারণ করবে এবং এই আইনের আওতায় নিবন্ধন করা ছাড়া কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান হজ ও ওমরাহ এজেন্সি প্রতিষ্ঠা বা পরিচালনা করতে পারবে না। নিবন্ধনের মেয়াদ শেষ হওয়ার ন্যূনতম ৩০ দিন আগে নিবন্ধন নবায়নের আবেদন করতে হবে।

[৮] ফৌজদারি অপরাধে কোনও হজ বা ওমরাহ এজেন্সির স্বত্ত্বাধিকারী, অংশীদার, পরিচালক বা তাতে কর্মরত কোনও ব্যক্তি অভিযুক্ত হলে তা প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: রায়হান রাজীব, সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়