শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৯:৫২ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্থনীতি স্থিতিশীল, বড় ধরনের ইতিবাচক পরিবর্তনের জন্য তৈরি হচ্ছে: ড. আতিউর রহমান

ভূঁইয়া আশিক রহমান: [২] বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, করোনায় আমদানি কমেছে। রপ্তানি ১ শতাংশ হলেও ইতিবাচক ধারায় আছে। করোনার টিকা দেওয়া শুরু হওয়ায় এ সময়ে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে আমাদের পণ্যের চাহিদা বাড়বে বলে আশা করছি।

[৩] রপ্তানিতে যে সাফল্য, তার ভিত্তি অনেক দিন থেকেই তৈরি হচ্ছিলো। ২০০৯ থেকে ২০১৯, এই সময়ে মাথাপিছু আয় বেড়েছে ৭৩ শতাংশ। এর ইতিবাচক প্রভাবে মানুষের আয়-আয়ু বেড়েছে। মা ও শিশুমৃত্যু হ্রাস, মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধিতে বড় ধরনের পরিবর্তন সাধিত হয়েছে।

[৪] মূল্যস্ফীতি ৫.৭ শতাংশের মধ্যে, বলা যায় নিয়ন্ত্রণের মধ্যেই।

[৫] বন্যার কারণে আমন উৎপাদনে খানিক ঘাটতি দেখা গেছে। ৭ লাখ টন বোরো ফসল উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। ঘাটতি পূরণে খাদ্য আমদানিও শুরু হয়েছে। কৃষিখাতের উপর যে প্রাধান্য দেওয়া আছে তা যেন বজায় থাকে।

[৬] অর্থনীতির স্থিতিশীলতায় রেমিটেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

[৭] তিনি উল্লেখ করেন ১৯৭৫ সালে আমাদের মাথাপিছু আয় ছিলো ২৭৮ ডলার, ২০১৯-এ তা ১৮৫৬। থমকে যাওয়া রপ্তানি ২-৩ মাসের মধ্যে পুরনো ধারায় ফিরবে, প্রত্যাশা করছেন ড. আতিউর রহমান।

[৮] : ড. আতিউর রহমান বলেন,তবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা প্রণোদনার টাকা সেভাবে পাননি, প্যাকেজের মেয়াদ বাড়ানো উচিত। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়