শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৮:২৭ সকাল
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০৮:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের প্রেক্ষাপটে ওটিটি নতুন সম্ভাবনা জাগিয়ে তুলেছে নির্মাতা, অভিনেতা এবং অভিনেত্রীদের জন্য

সারাক্ষণ : ‘টুইন রিটার্নস’-এর প্রযোজনা ও গল্পও লিখেছেন আপনি, এ বিষয়ে কী বলবেন? সোহানা সাবা : কাজটি করে আমার খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। খুবই উৎসাহী ছিলাম। গল্পটি ৮ বছর আগের লেখা ছিল। তবে করোনার মধ্যে নতুন করে গল্পটি আরো গুছিয়ে নিই। এরপর যখন শুটিংয়ে গেলাম, সবাইকে স্ক্রিপ্ট দিলাম, সংলাপ বলে দিচ্ছিলাম- তখন দারুণ লেগেছিল। তারপর এডিটিং প্যানেলে যখন পুরো গল্পের ভিজুয়াল দেখি, তখন নিজের কাছে আরো ভালো লেগেছিল। টিভিতে যাদের খুব বেশি দেখা যায় না, কাস্টিং এর জন্য এমন মুখ খুঁজছিলাম। এরকম কয়েকজনকে সঙ্গে নিয়েই কাজটি করেছিলাম।

বাংলাদেশের প্রেক্ষাপটে ওটিটি নতুন সম্ভাবনা জাগিয়ে তুলেছে নির্মাতা, অভিনেতা এবং অভিনেত্রীদের জন্য। তবে ওটিটিতে কাজের বিষয়ে প্রথমে অনীহা ছিল। কারণ এটি একটি স্বাধীন প্ল্যাটফর্ম। তাই এখানে সবারই কাজের সুযোগ আছে। এই প্লাটফর্মে যেমন বিগ বাজেটের কাজ হচ্ছে, তেমনি নিম্নমানের কাজও হচ্ছে। তাই প্রথমে সিদ্ধান্ত নিতে পারছিলাম না।

ওটিটিতে ‘টুইন রিটার্নস’ই আমার প্রথম কাজ। তাই এটি আমার জন্য একটি নতুন চ্যালেঞ্জ। ওটিটিতে দর্শকদের জন্য অনেক অপশন থাকে। ভালো কাজ না করলে দর্শক ধরে রাখা যাবে না। তাই যারা ভালো কাজ করবে, তারাই এই প্ল্যাটর্ফমে শেষ পর্যন্ত টিকে থাকবে। বলতে গেলে নির্মাতাদের জন্য ওটিটি বড় চ্যালেঞ্জ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়