শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০১:৪৫ রাত
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরু গেল ভারতে, দুই বাংলাদেশি আটক

ডেস্ক নিউজ: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু চুরির অপরাধে দুই চোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে। খবর জাগো নিউজ

রোববার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কুটিচন্দ্রখানা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে চুরি হওয়া গরু দুটি বিএসএফের হাতে হস্তান্তর করা হয়। এ সময় বিজিরির পক্ষে নেতৃত্ব দেন কাশিপুর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মাইনুল আহসান ও ভারতীয় সিউটি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর আর কে জোসি।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাতে উপজেলার কুটিচন্দ্রখানার চোত্তাবাড়ী সীমান্ত থেকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সিউটি-২ গ্রামের মৃত মোজাম উদ্দিনের ছেলে গোলাম মোস্তফার লাল রঙের গাভীসহ বাছুর চুরি হয়।

গরু চুরি যাওয়ার বিষয়ে সিউটি-২ ক্যাম্পের বিএসএফ সদস্যদের জানান ভারতীয় ওই গরুর মালিক।

পরে গরু চুরির বিষয়টি বিজিবিকে জানানো হলে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি শনিবার (২৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার সীমান্তবর্তী কুটিচন্দ্রখানার চোত্তাবাড়ী গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে এরশাদ আলী (৩৬) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে হাসান আলীর (২২) বাড়ি থেকে ভারতীয় গরু দুটি উদ্ধার করে। এ সময় বিজিবি সদস্যরা এরশাদ ও হাসানকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। তাদের রাত সাড়ে ১০টায় ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়