শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফেনীতে ইয়াবা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩

শাহজালাল ভূঞা: ফেনীতে পৃথক অভিযানে ৫৭০টি ইয়াবা ও ৪৯টি ফেনসিডিলসহ তিন জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

[৩] রোববার সকালে ও শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকা এবং মহিপাল এলাকায় অভিযান চালিয়ে এ তিন জনকে গ্রেপ্তার করা হয়।এসব ইয়াবা এবং ফেনসিডিল উদ্ধার করা হয়।

[৪] গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবু তাহের (৩৬), মো. বেলায়েত হোসেন সোহাগ (৩৮) ও মো. শাখাওয়াত (২৫)।

[৫] অভিযানে মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকসা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

[৬] র‌্যাব-৭, ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যসরা গতকাল রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকায় অভিযান চালিয়ে ৫৭০টি ইয়াবাসহ মো. আবু তাহেরকে গ্রেপ্তার করেন। এছাড়া শনিবার রাতে মহিপাল এলাকায় অভিযান চালিয়ে ২৫ বোতল ফেনসিডিলসহ মো. বেলায়েত হোসেন সোহাগকে গ্রেপ্তার, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকসা জব্দ ও ২৪ বোতল ফেনসিডিলসহ মো. শাখাওয়াতকে গ্রেপ্তার, মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেন।

[৭] এসব ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে ফেনী সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা দায়ের ও আসামীদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়