শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৫ রাত
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৪৬ কোটি টাকা ব্যয়ে ২০টি ফায়ার স্টেশন আজ ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সুজন কৈরী: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে যুক্ত হচ্ছে আরও ২০টি ফায়ার স্টেশন। এসব স্টেশনগুলো হবে বি শ্রেণীর আওতাভুক্ত। এসব স্টেশন তৈরিতে খরচ হয়েছে প্রায় ১৪৬ কোটি টাকা। এর ফলে সংস্থার স্টেশনের সংখ্যা হবে ৪৫৬টি।

আজ রোববার সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফরমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব স্টেশনের শুভ উদ্বোধন করবেন। রাজধানীর আলাউদ্দীন রোডে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধান কার্যালয়ে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

জানা গেছে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ডিফেন্স অধিদপ্তর একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। অগ্নি নির্বাপন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার মাধ্যমে জনগণের জানমাল রক্ষাসহ এই সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিকম্পের মতো হঠাৎ সৃষ্ট প্রকৃতিক দূর্যোগে সংস্থাটি আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসাও দিয়ে থাকে। কিন্তু দেশের উপজেলা সদরের সংখ্যার তুলনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সংখ্যা অনেক কম। বিদ্যমান ফায়ার স্টেশনের সংখ্যা চাহিদার তুলানায় অপ্রতুল। ফলে প্রতি বছর অগ্নি দুর্ঘটনা প্রাকৃতিক দূর্যোগে কোটি কোটি টাকার জানমালের ক্ষতি হচ্ছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, এরই প্রেক্ষিতে প্রধামন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের লক্ষ্যে দেশের গুরুত্বপূর্ণ উপজেলা সদর বা স্থানে ২৫টি (সংশোধিত ৪৬টি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন ও দেশের গুরুত্বপূর্ণ উপজেলা সদর বা স্থানে ১৫৬টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন নামক দুটি প্রকল্প গ্রহণ করা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, দেশের গুরুত্বপূর্ণ উপজেলা সদর বা স্থানে ২৫টি (সংশোধিত ৪৬টি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন প্রকল্পের আওতায় সুনামগঞ্জের বিশম্ভপুরে একটি ‘দ্বিতীয়’ বা ‘বি’ শ্রেণীর ফায়ার স্টেশন তৈরি করা হয়েছে। আর দ্বিতীয় প্রকল্পের আওতায় ১৯টি ফায়ার স্টেশন নির্মিত হয়েছে। এগুলো হচ্ছে- নওগাঁর রাণীনগর, মৌলভীবাজারের রাজনগর, রাজশাহীর মোহনপুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, পাবনার আটঘরিয়া ও সাথিয়া, বি-বাড়িয়ার নবীনগর, শরিয়তপুরের জাজিরা, কিশোরগঞ্জের কমিরগঞ্জে, বগুড়ার শাহজাহানপুর ও আদমদিঘী, জয়পুরহাটের ক্ষেতলাল, সাতক্ষীরার আশাশুনি ও কলারোয়া, নেত্রকোনার বারহাট্টা, বরিশালের হিজলা, মানিকগঞ্জের হরিরামপুর, পিরোজপুরের ইন্দুরকান্দী এবং চট্টগ্রামের সন্দ্বীপ স্টেশন। এগুলোও ‘দ্বিতীয়’ বা ‘বি’ শ্রেণীর।

সূত্র জানায়, অগ্নি প্রতিরোধ নিশ্চিত করা, দেশের বিস্তির্ণ এলাকায় মানুষের কাছে সেবা পৌঁছানো, অগ্নি দুর্ঘটনা ও প্রাকৃতিক দূর্যোগ থেকে জীবন ও সম্পদের ক্ষতি হ্রাস এবং জনগণের দোরগোড়ায় সেবার পৌঁছানোর উদ্দেশ্যে সারাদেশে ৫৬৭টি ফায়ার স্টেশন নির্মাণের জন্য এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় ২০টি ফায়ার স্টেশন নির্মিত হওয়ায় ফায়ার সার্ভিসের মোট স্টেশনের সংখ্যা হচ্ছে ৪৫৬। বাকি স্টেশনগুলোর কাজ ২০২১ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগে গত ১৯ নভেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০’ উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানান, ফায়ার সার্ভিসের সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে পর্যায়ক্রমে প্রত্যেক উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

ওই সময় তিনি বলেন, ২০২১ সাল নাগাদ আরও ১২৯টি নতুন ফায়ার স্টেশন স্থাপন করা হবে। এর মধ্য দিয়ে ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৫৬৫টি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক উপজেলায় ফায়ার স্টেশন স্থাপনের ঘোষণা দিয়েছেন। তাঁর ঘোষণা অনুযায়ী পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। ২০০৮ সালে দেশে ফায়ার স্টেশন ছিল ২০৪টি, সরকার নতুন করে আরও ২৩২টি ফায়ার স্টেশন তৈরি করেছে। বর্তমানে ৪৩৬টি ফায়ার স্টেশন রয়েছে। ২০২১ সাল নাগাদ আরও ১২৯টি নতুন ফায়ার স্টেশন চালু করা হবে। এ নিয়ে মোট ফায়ার স্টেশনের সংখ্যা দাঁড়াবে ৫৬৫টিতে। এছাড়া আরও ১১টি আধুনিক মডেল ফায়ার স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়