শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিতর্কিত সিদ্ধান্তে খেপেছেন ভারতীয়রা

স্পোর্টস ডেস্ক: মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৫ রানে অলআউট করে দিয়েছে ভারত। টপ অর্ডারের ব্যর্থতা মিডল অর্ডার ঢাকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

প্রথমে মনে হয়েছে ব্যাট লাইনের পেছনে নেইছবি: টুইটার

প্রথম টেস্টের মতো এবার আর লড়াই করতে পারেননি টিম পেইন। কিন্তু পেইনকে আউট করার এক চেষ্টা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে টুইটারে।

৫ উইকেটে ১৪২ রান ছিল তখন অস্ট্রেলিয়ার। দ্রুত রান নিতে ছুটেছিলেন পেইন ও ক্যামেরন গ্রিন। স্ট্রাইকিং প্রান্তের স্টাম্প ভেঙে দেন ঋষভ পন্ত। ওদিকে ছিলেন পেইন নিজেই।

প্রাথমিকভাবে মনে হয়েছিল অস্ট্রেলীয় অধিনায়ক আউট। কিন্তু টিভি আম্পায়ার বারবার দেখেও নট আউটের সিদ্ধান্ত জানিয়ে দেন।

ম্যাচের তখন যে পরিস্থিতি, তাতে প্রথম টেস্টে খেলা পেইনের ইনিংসটির মতো এক ইনিংসে অস্ট্রেলিয়া বিপদ কাটিয়ে উঠতে পারত।

তাই এমন এক সিদ্ধান্ত বিপক্ষে যাওয়ায় স্বভাবতই খেপে উঠেছিলেন ভারতের সমর্থকেরা। আর তাঁদের ক্ষোভের আগুনে বাড়তি বারুদ জুগিয়েছেন শেন ওয়ার্ন নিজেই।

ভিডিও রিপ্লে দেখে এক দিক থেকে মনে হচ্ছিল, লাইন অতিক্রম করেনি পেইনের ব্যাট। বারবার ক্লোজ ইন করে একবারও মনে হয়নি যে পেইনের টিকে যাওয়ার সম্ভাবনা আছে।

এদিক থেকে মনে হয়েছে ব্যাটের কিছু অংশ লাইনের পেছনে আছে
এদিক থেকে মনে হয়েছে ব্যাটের কিছু অংশ লাইনের পেছনে আছেছবি: টুইটার
কিন্তু অন্য দিক থেকে রিপ্লে দেখানো হতেই আম্পায়ারের মনে সন্দেহের উদ্রেক হয়। অন্য প্রান্ত থেকে মনে হচ্ছিল, একটুর জন্য লাইন অতিক্রম করেছে পেইনের ব্যাট।যেহেতু ‘বেনিফিট অব ডাউট’ বরাবরই ব্যাটসম্যানদের পক্ষে যায়, আজও এর ব্যতিক্রম হয়নি।

টিভি আম্পায়ার পল উইলসন বলেছেন, ‘ব্যাট লাইনের ভুল প্রান্তে ছিল, এর নিখাদ প্রমাণ মেলেনি, মনে হচ্ছে ব্যাট লাইন একটুর জন্য অতিক্রম করতেও পারে। আমার সিদ্ধান্ত নট আউট।’

চূড়ান্ত প্রমাণ না মিললে তৃতীয় আম্পায়ার ব্যাটসম্যানের পক্ষেই রায় দেন। বরাবরের মতোই তাই আজ পেইনের পক্ষে গেছে আম্পায়ারের সিদ্ধান্ত।

শেন ওয়ার্ন অবশ্য আম্পায়ারের এ সিদ্ধান্ত মানতেই পারেননি। তৃতীয় আম্পায়ারের ব্যাখ্যা শুনেও তাঁর মনে হয়নি, অস্ট্রেলিয়ান অধিনায়ক টিকে থাকবেন, ‘টিম পেইন রান আউট থেকে বেঁচে গেল দেখে খুব অবাক হয়েছি! আমি তো ধরেই নিয়েছি ও যাচ্ছে এবং ওর ব্যাটের কোনো অংশই লাইনের পেছনে ছিল না! আমার মতে আউট দেওয়া উচিত ছিল।’

এমনিতেও বিতর্কিত সিদ্ধান্ত দেওয়া হয়েছে। আর মাঠের সব আম্পায়ারই করোনাকালে স্বাগতিক দেশ থেকে দেওয়া হচ্ছে। ফলে ভারতীয়রা সব ক্ষোভ ঝেড়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

যেদিক থেকে পেইন আউট বলে মনে হচ্ছিল, সে ছবিটা দিয়ে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে তথ্যপ্রযুক্তির সেরা ব্যবহার হয় অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া সিরিজে।

ভারতের সমর্থকেরা অস্ট্রেলিয়ার প্রযুক্তির ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন এ সুযোগে।

এমন বিতর্কে পল উইলসন অবশ্য পাশে পাচ্ছেন বেশ গুরুত্বপূর্ণ একজনকে। একসময়কার সেরা আম্পায়ার সাইমন টফেল পেইনের নট আউটের সিদ্ধান্তকেই ঠিক বলেছেন।

সাবেক বিশ্বসেরা এই অস্ট্রেলিয়ান আম্পায়ার বলেছেন, ‘পল যে ব্যাখ্যা দিয়েছে, সেটা তো পরিষ্কার শুনেছেন, সে পরিষ্কার প্রমাণ খুঁজছিল যে স্ট্যাম্প থেকে যখন বেল ফেলা হয়েছে, তখন ব্যাট লাইনের ভুল দিকে ছিল কি না। সে প্রমাণ পায়নি যে ব্যাটসম্যান ভুল দিকে ছিল।’

এ সিদ্ধান্ত বিপক্ষে গেলেও ভারতের খুব ক্ষতি হয়নি। তখন ৬ রানে ব্যাট করছিলেন পেইন। আর মাত্র ৭ রান যোগ করেই ফিরেছেন পেইন।

১৫৫ রানেই ফিরেছেন গ্রিন ও পেইন। অস্ট্রেলিয়াও দুই শ পার করার আগেই গুটিয়ে গেছে। পরে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৩৬ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে ভারত। সূত্র: প্রথম আলো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়