শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০২:১৮ রাত
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০২:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফি ভাই একাদশে থাকলে দলেই জন্যই ভাল: আল আমিন

নিজস্ব প্রতিবেদক : [২] মাশরাফী বিন মোর্ত্তজা, বাংলাদেশ ক্রিকেটের হ্যামিলনের বাঁশিওয়ালা। একটি অনুপ্রেরণার নাম। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া একটা দলের দায়িত্ব নিয়ে, তাকে জিততে শিখিয়েছেন এ মানুষটা। বড় বড় টুর্নামেন্টে বুক চিতিয়ে লড়া যায়, এ ভাবনাটা সতীর্থদের মগজে ঢুকিয়েছিলেন নড়াইল এক্সপ্রেসখ্যাত মাশরাফী।

[৩] কিন্তু, সময়ের সঙ্গে বয়স বেড়েছে টাইগারদের সাবেক অধিনায়কের। ক্ষুরধার সেই গতিময় ডেলিভারি হয়তো নেই, কিন্তু বুদ্ধিদীপ্ত বোলিং যে এখনো ভুলে যাননি তা তো প্রমাণ করেছেন সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতেই। তার চতুর নিশানাবাজিতে কাবু হয়েছেন দেশের সেরা ব্যাটসম্যানরা। লিটন-সৌম্যকে বোকা বানিয়েছেন তুড়ি বাজিয়ে। দেখিয়েছেন, পুরনো চালে ভাত বাড়ে প্রবাদটা কতটা সত্যি। এর খুব কাছে থেকে দেখেছেন বঙ্গবন্ধু টি-২০ কাপে তারই সতীর্থ পেসার আল আমিন হোসেন। তাইতো মাশরাফিকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দেখতে চান আল আমিন ।

[৪] মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে আজ (২৬ ডিসেম্বর) অনুশীলন শেষে আল আমিন বলেছেন, মাশরাফি ভাল খুব ভালো একজন নেতা। মাশরাফি ভাই অনেক দিন চোটে ভুগেছেন। সবকিছু মিলিয়ে উনি ফিরে এসে ওনার সেরাটাই দিয়েছেন। আমার মনে হয় উনি ভালো অবস্থায় আছেন। যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য মাশরাফি ভাই নির্বাচিত হন, তাহলে দলের জন্যই ভালো হবে।’

[৫] গত মার্চে জিম্বাবুয়ের সিরিজে ওয়ানডের অধিনায়কত্ব ছাড়েন মাশরাফি। এখন দলে এলেও সেটি হতে হবে পারফরম্যান্সের ভিত্তিতে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টির আগে ওয়ানডে টুর্নামেন্টে বিসিবি প্রেসিডেন্টস কাপে অবশ্য মাশরাফি খেলেননি।

[৬] মাশরাফির টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিংটাই এসেছে বঙ্গবন্ধু টি- টোয়েন্টিতে। খুলনাকে ফাইনালে তোলার ম্যাচে ৩৫ রান খরচায় নেন পাঁচ উইকেট।

[৭] তবে ওয়ানডের বিবেচনায় থাকতে মাশরাফির জন্য ঘরোয়া টি-টোয়েন্টির পারফরম্যান্স যথেষ্ট কি না, অনেকে ছুঁড়ে দিয়েছেন সেই প্রশ্ন। - বিসিবি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়