শরীফ শাওন: [২] দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে, পরবর্তীতে কঠোর কর্মসূচি দেয়া হবে জানান, পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সভাপতি বিন ইয়ামিন মোল্লাহ। শনিবার চতুর্থ দিনের কর্মসূচিতে তিনি বলেন, প্রয়োজনে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করবো।
[৩] দাবিগুলো হলো- অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যবিধি মেনে হল খুলে দিতে হবে; বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে করোনা ইউনিট স্থাপন ও পর্যাপ্ত অক্সিজেন ব্যবস্থা নিশ্চিত করা; বহিরাগতদের প্রবেশ সীমিত করা; হলে প্রবেশ ও বের হবার ক্ষেত্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা; প্রতি ফ্যাকাল্টিতে হাত ধোয়ার ব্যবস্থা; অসুস্থ শিক্ষার্থীদের পরীক্ষায় ভিন্ন নীতিমালা প্রণয়ন; পরীক্ষার আগে প্রস্তুতির পর্যাপ্ত সুযোগ, প্রয়োজনে মেক-আপ ক্লাস ব্যবস্থা; ভিডভাইস সমস্যা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সব শিক্ষার্থীদের নেট প্যাকেজ বাবদ ন্যূনতম মাসিক খরচ প্রদান।