শরীফ শাওন: [২] ব্যক্তি মালিকানায় পরিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠানে মালিকপক্ষের লুটপাটের সুযোগ থাকে। শ্রমিকদের মজুরি নির্ধারণে তারা কোন মানদণ্ড অনুসরণ করে না। সরকারি কর্মচারিরাও প্রায় দশগুণ মজুরি বৈষম্যের শিকার, তাদের বেতন ২০তম গ্রেড স্কেলে দেয়া হয়। ফলে সমাজে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে।
[৩] শনিবার রাষ্ট্রীয় পাটকল-চিনিকল বন্ধের প্রতিবাদ জানিয়ে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা বলেন, করোনাকালে সরকার বিভিন্ন খাতে প্রণোদনা দিলেও একল প্রতিষ্ঠান বন্ধের মাধ্যমে হাজার হাজার শ্রমিক বেকার হচ্ছে। তাদের উপর নির্ভরশীল লাখ লাখ মানুষ অনিশ্চয়তায় পড়েছে। রাষ্ট্র খুব নগ্নভাবে ধনিদের স্বার্থ রক্ষাকারি যন্ত্র হিসেবে নিজের পরিচয় উম্মোচিত করেছে।