শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জেলের খাবার খেয়েই সাহেদ রাতদিন পার করছেন, দেখা মেলে না কোন স্বজনের

বিপ্লব বিশ্বাস: [২] এক সময় দিন-রাত ব্যস্ত সময় কাটতো রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে তিনি কারাগারে। এক সমায় যখন সাহেদ ঢাকার নামি দামি হোটেলের খাবার ছাড়া খেতো না।

[৩] কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানায়, সাহেদকে এককভাবে একটি আলাদা সেলে রাখা হয়েছে। ওই সেলেই অলস সময় কাটে তার। নিয়ম অনুযায়ী কারাগারে দুই বেলা খাবার দেয়া হয়। সকালে ঘুম থেকে উঠে তিনি কারাগার থেকে দেয়া খাবারে নাস্তা সারেন। এরপর সেলের মধ্যেই পায়চারি করে সময় কাটান। কখনও বা আবারও ঘুমিয়ে পড়েন। এভাবেই সকাল গড়িয়ে দুপুর হয়। হয় বিকেল। বিকেলে আবারও কারাগার থেকে খাবার দেয়া হয়। সেই খাবারেই চলে রাতের আহার। যদিও কারাবিধি অনুযায়ী কোনো বন্দি চাইলে বাড়তি খাবার কিনে খেতে পারেন। এক সময়ের তথাকথিত ‘গুরুত্বপূর্ণ ব্যক্তি’ সাহেদের সঙ্গে সাক্ষাত করতে কারাগারে তেমন কেউ আসে না। কোনো স্বজন বা বন্ধু-বান্ধব নেয় না তার খোঁজ। এক সময়ে টকশো মাতিয়ে রাখলেও কারাগারে কথা বলার মতো তার কোনো সঙ্গী নেই। বিমর্ষ চেহারায় সাহেদকে কারাগারের সেলে দেখা যায় বলে জানিয়েছেন কয়েকজন কারারক্ষী।

[৪]বহুল আলোচিত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ জাল-জালিয়াতি, প্রতারণার মাধ্যমে বিপুল অর্থবিত্তের মালিক বনে নিজেকে শিল্পপতি হিসেবে জাহির করেন। অন্যদিকে বিদগ্ধ একজন সমাজ বিশ্লেষক হিসেবে বিভিন্ন টেলিভিশন টক-শোতে তিনি হয়ে ওঠেন অতিচেনা এক মুখ। গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি হিসেবেও আবির্ভুত হন। এককথায় অর্থ-বিত্ত, যশ-খ্যাতির মাধ্যমে অনেকটা রাতারাতি তিনি নিজেকে নিয়ে আসেন পাদ-প্রদীপের আলোয়। তবে উত্থানের মতোই পতনও যেন ছিল তার ছায়াসঙ্গী।

[৫]বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণ দেশে বিস্তৃত হলে রিজেন্ট হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হাসপাতাল হিসেবে অনুমোদন করিয়ে নেন সাহেদ। কিন্তু র‌্যাবের অভিযানে ধরা পড়ে তার প্রতিষ্ঠান থেকে করোনার জাল সনদ দেয়ার বিষয়টি।
এরপর একে একে বেরিয়ে আসে তার বিভিন্ন অবৈধ বাণিজ্য-বেসাতি, ধান্দাবাজি ও প্রতারণার খবর। এরপরই তিনি গা ঢাকা দেন। তবে শেষ রক্ষা হয়নি। সীমান্ত পাড়ি দেয়ার প্রাক্কালে গত ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল।

[৬]ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহাবুবুল ইসলাম বলেন, সাহেদকে একজন সাধারণ বন্দি হিসেবেই কারাগারে রাখা হয়েছে। তিনি কোনো ভিআইপি বা ডিভিশন পাওয়া বন্দি নন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই তাকে আলাদাভাবে একটি সেলে রাখা হয়েছে। যেই সেলে আর কাউকে রাখা হয়নি। কারাবিধি অনুযায়ী কারাগারের ক্যান্টিন থেকে যেকোনো বন্দি বাড়তি খাবার কিনে খেতে পারেন। আপনারা তাকে অনেক কিছুই মনে করতে পারেন। কিন্তু আমাদের চোখে তিনি শুধুই একজন সাধারণ বন্দি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়