সমীরণ রায়: [২] শিক্ষক-ছাত্র কেন্দ্র (টিএসসি)’র উন্নয়ন ও স¤প্রসারণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আগামী ২ জানুয়ারির মধ্যে মতামত চেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।
[৩] বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ছাত্র-শিক্ষক কেন্দ্রের সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যাশা ও সুপারিশ আহ্বান করা যাচ্ছে। মতামত প্রকাশের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি গুগল ওয়েব লিংক তৈরি করা হয়েছে। ওই লিংকের মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীরা তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করতে পারবেন।
[৪] গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
[৫] বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদার বলেন, শিক্ষক-শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একটি প্রস্তাবনা তৈরি করে গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠাবো।
[৬] ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, শিক্ষার্থীরা খুব সৃজনশীল। টিএসসি সম্পর্কে তাদের মতামত চাওয়া হয়েছে। সেই মতামতের ভিত্তিতে টিএসসির উন্নয়ন ও স¤প্রসারণের কাজ করবে গণপূর্ত মন্ত্রণালয়।
[৭] ইতোমধ্যে বিজ্ঞপ্তিটি সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, আইসিটি পরিচালক, উপ-উপাচার্য (প্রশাসন) উপ-উপাচার্য (শিক্ষা) ও কোষাধ্যক্ষের কার্যালয়ে পাঠানো হয়েছে।