শিরোনাম
◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০২:৪২ রাত
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলমান টেস্ট হেরে গেলে চলতি বছর লজ্জার ইতিহাস গড়বে ভারত

স্পোর্টস ডেস্ক : [২] করোনায় জর্জরিত বছর ২০২০ সালটা মোটেও ভালো যায়নি ভারতের। চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির অ্যাডিলেইড টেস্টে নিজেদের ইতিহাসের সর্বনি¤œ ৩৬ রানে অলআউট হয়েছে তারা। এর আগে চলতি বছর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ।

[৩] ২০২০ সালে ভারতের হাতে বাকি রয়েছে একটিমাত্র টেস্ট ম্যাচ। শনিবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে জমজমাট বক্সিং ডে টেস্টে মুখোমুখি স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। এই ম্যাচেও যদি প্রথম ম্যাচের ফলাফলের পুনরাবৃত্তি ঘটে, তাহলে লজ্জার ইতিহাস গড়বে ভারত।

[৪] করোনায় জর্জরিত এ বছরটিতে এখনও পর্যন্ত তিন ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি ভারত। মেলবোর্নে তারা যদি ন্যুনতম ড্রও করতে না পারে, তাহলে নিজেদের ৮৮ বছরের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো কোনো বছরের (অন্তত ৩ ম্যাচ খেলা বছরের মধ্যে) সব ম্যাচ হারের লজ্জার রেকর্ড গড়বে ভারত। এ রেকর্ড এড়াতে ন্যুনতম ড্র করতে হবে তাদের।

[৫] তবে সবমিলিয়ে এটিই প্রথম হবে না। এর আগে ১৮ বার কোনও নির্দিষ্ট পুরো বছরের সবকয়টি ম্যাচ হারের লজ্জায় পড়েছে। এ তালিকায় সবার ওপরের নামটি বাংলাদেশের, তারা ৫টি ভিন্ন বছর সব টেস্ট হেরেছে। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা হেরেছে ৩ বছর। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা এক বছর সবকয়টি টেস্টে হেরেছে।

[৬] এবার ১৯তম দল হিসেবে এ লজ্জার রেকর্ডের সামনে ভারত। তবে মেলবোর্নের ম্যাচে তারা যদি ড্র'ও করে, তাহলে চলতি শতকে প্রথমবারের মতো এমন হবে, যে বছরে কোনও জয় পায়নি ভারত। এটি এড়ানোর জন্য মেলবোর্ন টেস্টে জয়ের বিকল্প নেই ভারতের সামনে।

[৭] দুই দলের মুখোমুখি পরিসংখ্যানও যখন স্বাগতিকদের পক্ষে। মেলবোর্নে নিজেদের মধ্যকার ১০০তম টেস্ট ম্যাচটি খেলবে এ দুই দল। এপর্যন্ত খেলা ৯৯ ম্যাচে অসিদের জয় ৪৩, ভারত জিতেছে ২৮ আর ড্র হয়েছে ২৭ ম্যাচ। টাই হয়েছে অন্যটি। - ক্রিকইনফো/ ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়