শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৬:৫৬ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকদের সমস্যা নিয়ে কিছু লোক গুজব ছড়াচ্ছে- নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সরকারের তিনটি কৃষি সংস্কার আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার ভার্চুয়াল এক ভাষণে মোদি দেশের কৃষক সমাজকে বার্তা দিয়েছেন। বরাবরের মতো এবারও তিনি সরকারের কৃষি প্রকল্পের সাফাই গেয়েছেন। একইসঙ্গে কৃষকদের সমস্যা নিয়ে কিছু লোক ‘মিথ্যা বলছে’, ‘গুজব ছড়াচ্ছে’ উল্লেখ করে বলেছেন, কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের করা বিতর্কিত তিনটি কৃষি সংস্কার আইন বাতিলের দাবিতে কৃষকরা গত তিন সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ করে আসছে। দিল্লী অভিমুখী সড়কও তারা অবরোধ করেছে। দিল্লী ও এর আশপাশের এলাকাগুলোতে কয়েকদিনের প্রচণ্ড ঠাণ্ডাতেও আন্দোলনরত কৃষকরা তাদের দাবিতে অনঢ় থেকে প্রতিবাদ-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। কৃষক ও সরকারী প্রতিনিধিদের মধ্যে কয়েক দফা বৈঠকও কোনও ফল বয়ে আনেনি। কৃষকদের আশঙ্কা, নতুন কৃষি সংস্কার আইন ভারতের নিয়ন্ত্রিত বাজারব্যবস্থা ভেঙ্গে দেবে এবং সরকারও ধীরে ধীরে নির্ধারিত মূল্যে গম ও ধান কেনা বন্ধ করে দেবে; যার ফলে তাদের ফসল বেচতে বেসরকারী ক্রেতাদের সঙ্গে দরকষাকষিতে নামতে হবে।

প্রধানমন্ত্রী মোদি এর আগেও কৃষকদের এ শঙ্কা দূর করার চেষ্টা চালিয়েছিলেন। শুক্রবার ভিন্ন ভিন্ন রাজ্যের ৭ কৃষকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলে তিনি সরকারের কৃষি প্রকল্প ‘পিএম কিষাণ’ থেকে কৃষকরা কীভাবে উপকৃত হয়েছে তা বর্ণনা করেছেন। মোদির সঙ্গে কথোপকথনে ৭ কৃষক এই স্কিমের প্রশংসা করলেও মাঠে বিক্ষোভকারী হাজারো কৃষকের কেউই তা করেননি। মোদি তার বক্তব্যে কৃষকদের সমর্থন দিয়ে বিক্ষোভ উস্কে দেয়ার জন্য বিরোধী রাজনীতিবিদদের দায়ী করেছেন। বলেছেন, ‘আজ যারা কৃষকদের সমর্থন দিচ্ছেন, তারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি করেছিলেন? রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তারা আজ কৃষকদের কাঁধে বন্দুক রেখে গুলি ছুড়ছেন।’ কৃষকদের আবারও আলোচনার প্রস্তাব দিয়ে মোদি বলেছেন, আমি এমনকি আজ যারা আমার বিরোধিতা করছে তাদেরও কৃষক সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার অনুরোধ জানাচ্ছি। সূত্র: রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়