শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে আনসার কর্মকর্তা রুমানা ইয়াসমিনের রহস্যজনক মৃত্যু

মোস্তাফিজুর রহমান: রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর স্টাফ কোয়ার্টারে সাবলেট বাসায় রুমানা ইয়াসমিন (৩০) নামের এক নারী আনসার কর্মকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার(২৫ ডিসেম্বর)দিবাগত রাত সাড়ে ১০ ঘটনাটি ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে এগারটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার ছোট বোনের বান্ধবী রিয়া জানান, আজিমপুর স্টাফ কোয়ার্টার সাবলেট একটি বাসায় থাকতেন রুমানা গতকাল আমরা এক বন্ধুর বিয়েতে তার ছোট বোন নুরসাত সহ বাহিরে ছিলাম আজ সকালেও এসে বাসায় স্বাভাবিকভাবেই দেখতে পাই । আমরা বাসা থেকে বাহিরে চলে যাওয়ায় সবার অগোচরে ঘরে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।

পরে পাশের বাসার লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর বিষয়ে স্বজনরা কোন কিছু বলতে পারেনি। পূর্ব পরিচিত এক ভাই ফিরোজ জানান, মৃত রুমানা ৩৭তম বিসিএসে নিয়োগ পেয়ে আনসার ডিপার্টমেন্টে যোগদান করেন এবং ট্রেনিং শেষ করেছেন। সেখানে বর্তমানে তিনি সহকারী পরিচালক হিসেবে কর্তব্যরত ছিলেন।

তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি জানান,
ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত রুমানা বগুড়া জেলার কাহালু উপজেলা লোহাজাল গ্রামের নুর নবীর মেয়ে। সম্পাদনা: আখিরুজ্জামান সোহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়