নিউজ ডেস্ক : করোনা আক্রান্ত এক যাত্রীকে নিয়ে দোহা থেকে শুক্রবার ঢাকায় অবতরণ করেছে কাতার এয়ারওয়েজের একটি বিমান। কিউআর-৪১৯ ফ্লাইটে আসা ওই যাত্রীর করোনা শনাক্ত করেছেন বিমানবন্দরে কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা। ওই যাত্রীর বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার বাহাদুগার গ্রামে।
শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটেভ বিমানবন্দরের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
ওই যাত্রীকে ১০ হাজার টাকা জরিমানা করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় কাতার এয়ারওয়েজকে ৫ লাখ টাকা জরিমানা করেছে শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর কতৃর্পক্ষ।
কাতার এয়ারওয়েজের QR-419 নম্বর বিমানের একটি ফ্লাইটে মোহাম্মদ মুন্না নামে এক যাত্রী কোভিড-১৯ পজিটিভ নিয়ে দেশে ফেরেন। পরে বিমানবন্দরে পৌঁছানোর পর স্বাস্থ্য পরীক্ষায় করোনা শনাক্ত হলে তাৎক্ষণিক তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
করোনার দ্বিতীয় ঠেকাতে গত ৪ ডিসেম্বর থেকে বিদেশ ফেরত যাত্রীদের করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। সনদ ছাড়া যাত্রী পরিবহন করলে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে তার দায়দায়িত্ব বহন করতে হবে। শুক্রবার দেশে ফেরা কাতার এয়ারওয়েজের যাত্রীর করোনা নেগেটিভ সনদ ছিল। নতুন নিয়ম অনুযায়ী দেশে আসা কোনো যাত্রী করোনা উপসর্গ থাকলে 'নেগেটিভ' সনদ থাকলেও তাকে সরাসরি নির্ধারিত হাসপাতালে নিয়ে পরীক্ষা করে চিকিৎসা দেওয়া হবে। যাদের উপসর্গ থাকবে না, তাদের ১৪ দিন 'হোম কোয়ারেন্টানে' থাকতে হবে।