শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ২৬ ডিসেম্বর, ২০২০, ০২:৩২ রাত
আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২০, ০২:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাব্বিরের ঝড়ো ব্যাটিংয়ে ১০০ বলের ক্রিকেটে চ্যাম্পিয়ন রাইডার্স

নিজস্ব প্রতিবেদক: [২] বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট ময়মনসিংহ প্রিমিয়ার লিগের (এমপিএল) শিরোপা জিতেছে ময়মনসিংহ রাইডার্স। প্রথম আসরের ফাইনালে ময়মনসিংহ থান্ডার্সকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রাইডার্সরা।

[৩] শুক্রবার ২৫ ডিসেম্বর ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত ফাইনালে টসে হেরে আগে ব্যাটিং করতে নামে ময়মনসিংহ থান্ডার্স। রাইডার্সদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা বেশি দূর যেতে পারেনি থান্ডার্সরা। নির্ধারিত ১০০ বলে ৯ উইকেটে ১১৬ রান সংগ্রহ করে তারা। যেখানে সর্বোচ্চ ১৩ বলে ২৮ রান করেন ফরহাদ রেজা। অন্যদিকে রাইডার্সদের হয়ে ৩ টি করে উইকেট নেন রনি ও স্বাধীন।

[৪] জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত বলের আগেই ৮ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌছায় ময়মনসিংহ রাইডার্স। উত্তমের ৩৪ বলে ৩৫ ও ও সাব্বিরের অপরাজিত ২২ বলে ৩৭ রানে ৮ বল আগেই জয় তুলে নেয় ময়মনসিংহ রাইডার্স। থান্ডার্সের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন টিটু।

[৫] পুরো টুর্নামেন্টে ব্যাটে-বলে দারুণ পারফর্ম্যান্সে সিরিজ সেরা হয়েছেন ময়মনসিংহ থান্ডার্সের অলরাউন্ডার শুভাগত হোম। তাকে দেওয়া হয়েছে ৩০ হাজার টাকা। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছে ১ লাখ টাকা।

[৬] ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দল ও সেরা ক্রিকেটারকে পুরুস্কার তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। এ সময় ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক খালেদ মাহমুদ সুজন, ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান, রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ, ডিসি মো. মিজানুর রহমান, এসপি মোহা. আহমার উজ্জামান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়