শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে পুরস্কৃত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে মো. রফিকুল ইসলাম কে শ্রেষ্ঠত্যের পুরষ্কার দেয়া হয়।

[৩] এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, সচিব শেখ ইউসুফ হারুন, অতিরিক্ত সচিব মো. মোকাম্মেল হোসেন, বিভাগী কমিশনার মো. মোস্তাফিজুর রহমান প্রমূখ।

[৪] এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম জানান, সারা বছরের কাজের মূল্যায়ন হিসেবে জেলা পর্যায়ে আমাকে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার নির্বাচিত করে গত ২০ ডিসেম্বর বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি চিঠি প্রদান করা হয়। চিঠিতে ২০২০ সালের সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় রাজবাড়ী জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তার স্বীকৃতি হিসেবে বিষয়টি আমাকে অবগত করা হয়। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরবর্তীতে ২৪ ডিসেস্বর বৃহস্পতিবার আমি সহ মোট ১৪ জনকে এ পুরস্কার দেয়া হয়।

[৫] উল্লেখ্য মো. রফিকুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় চলতি বছর ২৫ জুলাই যোগদান করেন। এবং সততার সাথে মাঠে দায়িত্ব পালন করছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়