শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৮ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৬:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে এক পরিবারের ৬ সদস্যের কারও হাতে নেই আঙ্গুলের ছাপ

ডেস্ক নিউজ: জেলারপুঠিয়ায় এক পরিবারের ছয় সদস্যের কারও হাতের আঙ্গুলের কোনো ছাপ থাকায় নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
আঙ্গুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট না থাকায় স্কুলে ভর্তি, ড্রাইভিং লাইসেন্স, মোবাইল সিম রেজিস্ট্রেশন, পাসপোর্ট করাসহ নানা সমস্যায় পড়ছেন তারা। চিকিৎসকরা বলছেন, এর কারণ একটি বিরল রোগ। ডিবিসি টিভি

পুঠিয়ার পঁচামাড়িয়া গ্রামের বাসিন্দা অমল সরকার। তার দুই ভাই, ভাইয়ের ছেলে এবং তার দুই ছেলের কারো হাতেই আঙ্গুলের কোনো ছাপ নেই। বিষয়টি তাদের জাতীয় পরিচয়পত্রেও উল্লেখ করা আছে। বংশগত এ সমস্যা অমল সরকারকে না ভোগালেও এখন সমস্যায় পড়েছেন তার ছেলেরা। মোবাইল সিম তোলা, ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট করাতে গিয়ে নানা সমস্যায় পড়ছেন তারা। তাই আঙ্গুলের ছাপের বিকল্প ব্যবস্থা রাখার দাবি তাদের।

অমল সরকার জানান, চিকিৎসকরা একে বংশগত রোগ বলছেন। তবে সামর্থ্য না থাকায় উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি।

এদিকে, চিকিৎসকরা বলছেন, এটি একটি বিরল বংশগত সমস্যা। এশিয়ায় এমন ঘটনা প্রথম বলে দাবি তাদের। শুধু তাই নয়, ২০১১ সালের এক গবেষণায় সুইজারল্যান্ডের একদল বিশেষজ্ঞ দল সারা বিশ্বে এমন মাত্র চারটি পরিবারকে শনাক্ত করেছিলো।

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজমা আখতার জানান, ভবিষ্যতে যেন তাদের কোনও বিড়ম্বনায় পড়তে না হয় সেজন্য একটা সুপারিশপত্র দেয়ার ব্যবস্থা করা হোক।

জনপ্রতিনিধিরা বলছেন, এমন সমস্যার কারণে পরিবারটি সরকারের নানারকম সেবা ও সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পরিবারটির ছয় সদস্যের জন্য সরকারিভাবেই চিকিৎসার ব্যবস্থা করার দাবি স্থানীয়দের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়