শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৪:০৫ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাঙামাটি কমলা চাষে সাফল্য, স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে

ডেস্ক রিপোর্ট: রাঙামাটিতে জনপ্রিয় হয়ে উঠছে কমলা চাষ। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব কমলা যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে কমলার চাষ শুরু হয়েছে। রুক্ষ মাটিতে কমলার স্বাদ, আকার ও ফলনও ভালো পাচ্ছেন কৃষকরা। অন্যদিকে চায়না জাতের কমলা চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন রাজবাড়ীর চাষিরা

রাঙামাটি জেলার নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নের রঞ্জন চাকমা। ২০০৭ সালে মাত্র ২ একর পাহাড়ে ৭০০ চারা নিয়ে শুরু করেন কমলা চাষ। চারা লাগানোর পাঁচ বছর পর ২০১২ সাল থেকে বাগানের কমলা বিক্রি করতে শুরু করেছেন। ইতিমধ্যে তিনি ১০-১৫ লাখ টাকার কমলা বিক্রিও করেছেন।

তার এ সাফল্য দেখে অনেকে এখন কমলা বাগান করতে উৎসাহিত হয়েছেন। পাহাড়ের মাটি ও আবহাওয়ার কারণে কমলা চাষের উপযোগী এবং সুস্বাদু ও রসালো বলে জানায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পবন কুমার চাকমা বলেন, 'আমরা আশা করছি এ বছর ৮শ' হেক্টর জমিতে ৯ হাজার মেট্রিক টন কমলা উৎপাদন হবে।'

এদিকে, চার বছর আগে চাঁপাইনবাবগঞ্জের ঝিলিমের জামতলা এলাকায় মিশ্র বাগানে ৫৫০টি কমলার চারা রোপন করেন কৃষক মতিউর রহমান। যুক্তরাষ্ট্রের মেন্ডালিন, চায়না, দার্জিলিং ও অস্ট্রোলিয়া জাতের কমলার চারা রোপণ করে সাফল্য ও কাঙ্খিত ফলও পাচ্ছেন তিনি।

মতিউর রহমাননের সফলতা দেখে এখন অনেকেই শুরু করেছেন বাণিজ্যিক কমলার চাষ। গবেষকরা বলছেন, কমলা চাষে বাণিজ্যিক সম্ভাবনাও আছে। চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের জার্মপ্লাজম অফিসার জহুরুল ইসলাম বলেন, 'সকল চাষি যেন উদ্বুদ্ধ হয়, সেক্ষেত্রে তারা কমলা চাষ করে বেশি লাভবান হতে পারবে এবং বাণিজ্যিক সম্ভাবনা আছে।'

আর রাজবাড়ীতে সমতল ভূমিতে কমলা চাষে সাফল্য পাওয়া সম্ভব সেটি দেখিয়ে দিতেই বালিয়াকান্দিতে চাষ শুরু করেন আব্দুল সালাম ও আব্দুল রউফ। দুই বছরের ব্যবধানে ব্যাপক সাফল্য পেয়েছেন তারা। লাভজনক হওয়ায় অনেক কৃষক উৎসাহী হচ্ছে কমলা চাষে। নিচ্ছেন পরামর্শ।

কৃষি বিভাগ জানায়, ভালো জাতের কমলার চারা খোঁজা হচ্ছে। রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক গোপাল কৃষ্ণ দাস বলেন, 'এখন আমরা ভালো জাত খুঁজছি। ভালো জাতের কমালা চিহ্নিত করে আমরা কৃষকদের পরামর্শ দিবো।'

জেলার বিভিন্ন জায়গায় কমলা চাষ সম্প্রসারণ করার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়