শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৭:২২ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৭:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

থাই ফুডে’র প্রতারণা : পণ্যর গায়ে অগ্রিম উৎপাদনের তারিখ বসিয়ে বিক্রি !

রিয়াজুর রহমান : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে থাই ফুড এর প্রতারণার প্রমান পাওয়া গেছে। পণ্যসামগ্রীর প্যাকেটের গায়ে অগ্রিম উৎপাদনের তারিখ বসিয়ে বিক্রি এবং কারখানার শ্রমিক কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মেনে নোংরা পরিবেশে খাবার উৎপাদন ও বিতরণের দায়ে থাই ফুডের একটি কারখানা মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)ভ্রাম্যমাণ আদালত।।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় থাই ফুডের একটি কারখানায় এ জরিমানা করা হয়।

এছাড়া একই দিনে আরেকটি অভিযানে বন্দর থানাধীন ঈসান মিস্ত্রী হাট এলাকায় অবৈধভাবে’ গাড়ি পার্কিং এবং রাস্তা ও ফুটপাতে ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ১১ ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।এসময় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ বিষয় চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, ভোক্তা অধিকার ও সিটি করপোরেশন আইনে থাইফুড কারখানার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়