নিজস্ব প্রতিবেদক: [২] গজারিয়া ও মুন্সিগঞ্জে বাংলাদেশ কোস্ট গার্ডের ডকইয়ার্ড ও বেইস এর প্রশাশনিক ভবন ও অফিসার্স মেসের ভিত্তিপস্তর স্থাপনের অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
[৩] অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক।
[৪] অনুষ্ঠানে কোস্ট গার্ডের মহাপরিচালক এবং অন্যান্য কর্মকর্তারা বৃক্ষ রোপন করেন।
[৫] কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক বলেন, ভবনগুলো স্থাপনের মাধ্যমে ওই এলাকাগুলোতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধের কর্যক্রম আরো বৃদ্ধি পাবে।