শিরোনাম
◈ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:৪০ দুপুর
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে স্পিডব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

সোহাগ হাসান: [২] এসময় একই স্থানে একইভাবে তার পিছনে থাকা অপর একটি মোটরসাইকেলের আরও দুই আরোহী আহত হন।

[৩] বুধবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ-নলকা চারলেন মহাসড়কে সার্কিট হাউসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম শহরের গোশালা মহল্লার সিদ্দিক মাস্টারের ছেলে। আহতরা হলেন- একই মহল্লার চন্দন কুমারের ছেলে পার্থ(২৪) ও কানাই চৌধুরীর ছেলে বাপ্পী চৌধুরী(২৬)। হতাহতরা ব্যবসায়িক পার্টনার ছিলেন।

[৪] এলাকাবাসী জানায়, রাত ১১টার দিকে শহরে আসার পথে সার্কিট হাউস এলাকায় নব নির্মিত স্পিডব্রেকারের সাথে নাঈমের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নাঈম রাস্তার উপর ছিটকে পড়ে আহত হন। এসময় তার পিছনে থাকা ব্যবসায়িক পার্টনারদের অপর একটি মোটরসাইকেল একইভাবে ধাক্কা লেগে রাস্তার উপর ছিটকে পড়ে। এতে ওই মোটর সাইকেলের আরোহী পার্থ ও চালক বাপ্পী আহত হন। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করলে নাঈমের মৃত্যু হয়। অপর দুই আহতের মধ্যে বাপ্পীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

[৫] সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনায় নাঈম নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও দুজন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়