শিরোনাম

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিয়োগ পরীক্ষায় অনিয়মের কারণে স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্টদের অবস্থান ধর্মঘট

শরীফ শাওন: [২] প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন না হওয়া এবং টেকনোলজিস্টদের নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিভ্রান্তিকর তথ্য প্রদানের প্রতিবাদে এই অবস্থান কর্মসূচি পালন করা হয় জানান, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ (বিএমটিপি) এর সাধারণ সম্পাদক আশিকুর রহমান।

[৩] বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ধর্মঘট পালনকালে তিনি বলেন, পরীক্ষা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যে প্রশ্নপত্র বাহিরে চলে এসেছে, বহিরাগতরা হলের ভিতরে কপি সরবরাহ করেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনার পরিপ্রেক্ষিতে সুষ্ঠ পরিক্ষার আশ^াস দিয়েছিলো স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তর। ১ম ও ২য় দফায় মোট ২০২ জন স্বেচ্ছাসেবক টেকনোলজিস্ট নিয়োগ দিলেও করোনাকালের যোদ্ধাদের নিয়ে অধিদপ্তর বিভ্রান্তিকর তথ্য প্রদান করছে।

[৪] আশিকুর রহমান বলেন, এবিষয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করছি এবং করোনার ২য় ঢেউ মোকাবেলায় সারাদেশে বাদ পড়া স্বেচ্ছাসেবক টেকনোলজিস্টদের দ্রুত রাজস্বখাতে নিয়োগের জোর দাবি জানাই।

[৫] স্বেচ্ছাসেবক আবির হোসেন বলেন, স্বাস্থ্য অধিদপ্তর এর মুখপাত্র এমআইএস শাখার পরিচালক ডাঃ হাবিবুর রহমান টেকনোলজিস্টদের নিয়ে যে বিরুপ মন্তব্য ও অসত্য বক্তব্য প্রদান করেছেন তার তীব্র প্রতিবাদ জানাই। তার এমন বক্তব্যে স্বেচ্ছাসেবক মেডিকেল টেকনোলজিস্টরা মর্মাহত ও ক্ষুদ্ধ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়