শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৮:২১ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৮:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা ভাইরাস আমাদের সঙ্গে আরো ১০ বছর থাকবে, বললেন বায়োএনটেকের সিইও

লিহান লিমা: [২] মার্কিন সংস্থা ফাইজারের সঙ্গে করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করা জার্মান সংস্থা বায়েএনটেকে সিইও ও টিকা আবিষ্কারক দলের অন্যতম বিজ্ঞানী উগুর সাহীন বলেন, ‘আমাদের স্বাভাবিক জীবন যাবনের নতুন সংজ্ঞা খুঁজতে হবে। আমাদের এই সত্যকে গ্রহণ করতে হবে যে, আরো সংক্রমণ ছড়াবে।’

[৩]সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই ভাইরাস আগামী ১০বছর যাবত আমাদের সঙ্গে থাকবে। তবে এই গ্রীষ্মের শেষ নাগাদই আমরা নতুন স্বাভাবিক জীবনের সঙ্গে অভ্যস্ত হতে শুরু করবো।’ এই ‘নতুন স্বাভাবিক’ জীবন সম্পর্কে উগুর সাহিন বলেন, ‘এর মানে দেশগুলো আর লকডাউনে ফিরবে না। এই শীতে সংক্রমণের হারের কারণে আমরা লকডাউনকে পাশ কাটাতে পারি নি। তবে আগামী শীতে অবশ্যই আমরা নতুন স্বাভাবিকের প্রভাব দেখবো।’

[৪]বিশ্বের ৬০-৭০ শতাংশ মানুষকে টিকা দেয়া গেলে ভবিষ্যত সংক্রমণ প্রতিরোধ করা যাবে কি না এ প্রশ্নে তিনি বলেন, ‘যদি ভাইরাস পরিবর্তিত রুপ ধারণ করে তবে স্বাভাবিক জীবনে ফিরতে হলো বেশি সংখ্যক মানুষকে টিকা নিতে হবে।’

[৫]বায়োএনটেক ইতোমধ্যে বলেছে, সম্প্রতি ব্রিটেনসহ বিশ্বের বিভিন্ন দেশে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের নতুন পরিবর্তিত রুপের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম তাদের টিকা। উগুর সাহিন জানান, তাদের টিকা নতুন রুপকেও প্রতিরোধ করে দিতে পারে কি না তা সম্পর্কে আর দুই সপ্তাহের মধ্যেই পুরোপুরি নিশ্চিত হতে পারবেন তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়