শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০২:২০ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে আনসার আল ইসলামের পলাতক সদস্য গ্রেপ্তার

সুজন কৈরী: ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের একজন পলাতক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃতের নাম- মো. আলিম (২১)।

মঙ্গলবার রাতে কেরানীগঞ্জের ঘাটারচর চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে উগ্রবাদী বই, পুস্তিকা, মোবাইল ফোনসেট ও ইলেক্ট্রনিক ডিভাইস (হার্ড ডিস্ক) উদ্ধার হওয়ার কথা জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, গত ৩০ সেপ্টেম্বর আনসার আল ইসলামের ৩ জন শীর্ষ জঙ্গীকে র‌্যাব-২ গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পাওয়া তথ্যে পলাতকদের আইনের আওতায় আনতে ব্যাটালিয়ন গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে ঘাটারচর চৌরাস্তার সামনে অভিযান চালিয়ে আলিমকে গ্র্রেপ্তার করা হয়।

তাকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, আলিম রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত উগ্র ইসলামী জঙ্গীবাদী বই ও প্রচারপত্র নিজের দখলে রেখে ও প্রচার করে নতুন সদস্যদের দলভুক্ত করার কাজে নিয়োজিত ছিলো। তার কাছ থেকে উগ্র জঙ্গিবাদ বিষয়ক বই, পুস্তিকা পাওয়া গেছে। তাছাড়া তার সঙ্গে থাকা হার্ড ডিস্ক থেকে জঙ্গিবাদের সঙ্গে জড়িত থাকার সরাসরি প্রমাণ পাওয়া গেছে।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের পলাতক বাকি সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়