শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]যশোরে তরুণলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

যশোর প্রতিনিধি: [২] জেলা শহরের শংকরপুর মাঠপাড়া এলাকায় মুন্সি হ্যাচারী পাশে তরুণলীগ নেতা সুজনকে (২৫) ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করেছে স্থানিয় সন্ত্রাসীরা।

[৩] বুধবার (২৩ ডিসেম্বর) ২টার দিকে এছুরিকাঘাতে ঘটনা ঘটে। আহত সুজন শহরের বকচর এলাকার মৃত জিন্নাত আলীর ছেলে।

[৪] আহতের ভাই সাগর ও জেলা তরুণলীগের সাধারণ সম্পাদক আব্দার রহমান জানান, আহত সুজন যশোর শহরের ৯নাম্বার ওয়ার্ড তরুণ লীগের আহব্বায়ক, দলীয় পূর্বশত্রুতার কারনে বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে শংকরপুর মুন্সি হ্যাচারী পাশে গেলে ওই এলাকার চিহ্নিন্নিত সন্ত্রাসী মসলেম উদ্দিনের ছেলে শিপন, মিন্টুর ছেলে তানভীর, সলেমানের ছেলে আফজাল, সোবহানের ছেলে আওয়াল, অনিকসহ ১০/১২ জন তরুণলীগ নেতা সুজনের বুকে ও শরীরের বিভিন্ন জায়গায় হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

[৫] পরে স্থানীয়রা আহত সুজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে সার্জারী বিভাগের করতব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজে রের্ফাড করেন। পরে আহত সুজনের পরিবার তাকে খুলনা মেডিকেল কলেজে নিয়ে যায়। যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আব্দুর রশীদ বলেন সুজনের বুকে ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। চাঁচড়া ফাঁড়ির ইন্সপেক্টর রকিবুজ্জামান ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, আসামীদের আটকের অভিজান চলছে।

[৬] এদিকে তরুণলীগ নেতা সুজনের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যশোর জেলা তরুণলীগ নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি আসাদুল হক আসাদ ও সাধারণ সম্পাদক আব্দার রহমানসহ জেলা, উপজেলা, শহর, ওয়ার্ড,ইউনিয়ান শাখার নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়