শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:৩৩ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সাতক্ষীরায় মাদক ব্যবসায়ীদরে বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি : [২] মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অসামাজিক র্কাযকলাপে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

[৩] এসময় বক্তারা বলেন, ঝাউডাঙ্গা ইউনিয়নের দক্ষিন পাথরঘাটা গ্রামের আসাদুল ইসলাম আসাদ, তৌহিদুল ইসলাম, আজহারুল ইসলাম খোকন, রবিউল ইসলাম ও একই গ্রামের মনোয়ার হোসাইনসহ কয়েকজন সংঘবদ্ধভাবে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তারা এলাকার নিরীহ মানুষদের জমি দখলও করে থাকেন। পাশাপাশি চাঁদাবাজিও করে থাকেন।

[৪] এ বিষয়ে প্রতিবাদ করতে গেলে তারা পুলিশের ভয় দেখান। এমনকি বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে দিয়ে হয়রানি করেন। ইতির্পূবে সাতক্ষীরার একটি স্থানীয় পত্রিকার সাংবাদিক মনোরঞ্জনকে কুপিয়ে মারাত্মক আহত করেন তারা।

[৫] এ ছাড়া সাংবাদিক ইয়ারব হোসেন, দফাদার কামরুল ইসলাম, গ্রাম পুলিশ রবিউল ইসলামের উপর হামলা ও মিথ্যা মামলা দায়ের করে তাদের হয়রানি করেছেন। অথচ মাদকসহ একাধিক মামলা থাকলেও তারা নির্বিঘ্নে তাদের অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বক্তারা এ সময় অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়