শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:৩৭ দুপুর
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দোকান বরাদ্দ দিলে বেইজমেন্ট খালি করবেন ব্যবসায়িরা

সুজিৎ নন্দী: [২] ফুলবাড়িয়া সুপার মার্কেটের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলায় দোকান বরাদ্দ দিলে বেইজমেন্টে থাকা দোকান ছেড়ে দেবেন বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়িরা। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ব্যবসায়ি নেতারা। ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর ব্লক ‘এ’, ‘বি’, ‘সি’ এবং বেইজমেন্টের দোকান ব্যবসায়িরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

[৩] সংবাদ সম্মেলনে ব্যবসায়িদের প্রতিনিধি নাসির উদ্দিন বলেন, বিগত ২৪ বছর ধরে আমরা এখানে ব্যবসা করে আসছি। আমাদের নামে ৫৪১টি দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথমে দোকান প্রতি ৬শ’ টাকা আর পরবর্তীতে এক হাজার ৬শ’ টাকা করে প্রতি মাসে ভাড়া নিচ্ছে ডিএসসিসির বাজার শাখা।

[৪] তিনি বলেন, আগামী জুন মাস পর্যন্ত আমাদের ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়েছে। আমরা নিয়মিতভাবে ভ্যাট-ট্যাক্স দিচ্ছি। ২০২১ সালের মার্চ-এপ্রিল পর্যন্ত প্রায় দোকানের ভাড়া দেওয়া হয়েছে। স্থাপনা ও দোকান উচ্ছেদের নামে সিটি করপোরেশন যদি আমাদের উচ্ছেদ করে তাহলে হাজার হাজার ব্যবসায়ী সর্বস্বান্ত হবে।

[৫] ব্যবসায়ি নেতা জাহিদ হাসান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর অনুকূলে ৫ম, ৬ষ্ঠ ও ৭ম তলায় দোকান খালি রয়েছে। আমাদের ৫৪১ জন ব্যবসায়িকে সেখানে পুনর্বাসন বা বরাদ্দ দিলে আমরা নিজেরাই বেইজমেন্ট খালি করে চলে যাব। সংবাদ সম্মেলনে অন্যান্য ব্যবসায়ি প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়