শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ১০:১০ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লালমনিরহাটের বিএনপি নেতা হালিম মারা গেছেন

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলা বিএনপি'র যুগ্ন সম্পাদক সাবেক যুব নেতা ছিলেন আব্দুল হালিম । বুধবার(২৩ ডিসেম্বর) ভোরে রাজধানী ঢাকার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন(ইন্না...... রাজেউন)। মৃত্যুকালের তার বয়স হয়েছিল ৫১ বছর।

[৩] সদ্য প্রায়ত বিএনপি নেতা আব্দুল হালিম কালীগঞ্জ উপজেলার কাকিনা কবিবাড়ি এলাকায় জন্ম নিলেও দীর্ঘ দিন ধরে লালমনিরহাট শহরের বালাটারী এলাকায় বসবাস করতেন।

[৪] জেলা বিএনপি'র সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা জানান, কিছু দিন ধরে কিডনী রোগে আক্রান্ত হন জেলা বিএনপি'র যুগ্ন সম্পাদক আব্দুল হালিম। অসুস্থতা বেড়ে গেলে কিছুদিন আগে তাকে রাজধানী ঢাকার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে তার পরিবার। সেখানে কিডনী ডায়ালসিস করার সময় করোনায় আক্রান্ত হন তিনি। এরপর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে বুধবার ভোরে শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি'র এ নেতা।

[৫] আব্দুল হালিম দীর্ঘ দিন জেলা যুবদলের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বিগত লালমনিরহাট পৌরসভার নির্বাচনে মেয়র পদে শক্তপ্রতিদ্বন্দ্বিতা করেন বিএনপি'র এ নেতা। তিনি মৃত্যুকালে দুই সন্তান ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরদেহ ঢাকা থেকে ফিরলে তবেই নামাজে জানাজার সময় নির্ধারন করা হবে বলেও পরিবার সুত্রে জানা গেছে। সম্পাদনা: জেরিন আহমেদ

[৬] জাতীয়তাবাদি দল বিএনপি'র বিভিন্ন গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করা নেতা আব্দুল হালিমের মৃত্যুতে জেলা বিএনপি তথা জেলার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়