শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৮:২৫ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৮:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিয়ান ফার্স্টলেডি ও তার পরিবারকে লক্ষ্যবস্তু বানিয়ে অবরোধ দিলো যুক্তরাষ্ট্র

আসিফুজ্জামান পৃথিল: [২] সব মিলিয়ে ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই অবরোধের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে বাশার আল আসাদের স্ত্রী ও তার আত্মীয়দের নামও রয়েছে। আছে সিরিয়ান মিলিটারি ইন্টালিজেন্সের কমান্ডারের নাম। সেন্ট্রাল ব্যাংক অব সিরিয়া এবং আসাদের বেশ কিছু নিকটাত্মীয়ও এই অবরোধের আওতায় পড়বেন। সিএনএন

[৩] ট্রাম্প প্রশাসনের সিরিয়া বিষয়ক বিশেষ দূত জোয়েল রেবান সাংবাদিকদের বলেন, ‘এই ব্যক্তি ও দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ীক প্রতিষ্ঠানগুলো সিরিয়ান সমস্যার রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানে বাধা দিচ্ছে। তারা প্রকাশ্যেই জাতিসংঘের ২ হাজার ২৫৪ নম্বর রেজ্যুলেশনের লঙ্ঘন করছে। আমরা এই অবরোধের মাধ্যমে একজন একনায়কের ক্ষমতা কমাতে চাই। আসাদ সরকারের অর্থদাতাদের ক্ষমতা অবশ্যই সীমিত করতে হবে।’ এনপিআর

[৪] রেবার্ন দাবি করেন ফার্স্ট লেডি আসমা আল-আসাদ ও তার আত্মীয়রা সিরিয়ান সংঘাতে সরকারি বাহিনীকে নিয়মিত সহায়তা করে আসছে। তিনি বলেন, ‘আসমা আল-আসাদ কোনও নিস্ক্রিয় স্ত্রী নন। এই সংঘাতে বরাবরই তার ভূমিকা থাকছে। তিনি তথাকথিত দাতব্য সংস্থার নামে রাজনীতিতে জড়াচ্ছেন। তিনি ও তার পরিবার খুবই দুর্নীতিগ্রস্ত। তাই ব্যবস্থা নেয়া জরুরি ছিলো। এনবিসি

[৫] আসমা আল-আসাদের পরিবার যুক্তরাজ্যে বসবাস করছে। রেবার্ন জানিয়েছেন, ব্রিটিশ সরকারের কাছে এই বিষয়ক নথি পাঠানো হয়েছে। আসমা পড়াশোনাও করেছেন যুক্তরাজ্যে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়