শিরোনাম

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৬:৪২ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৬:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদালতে কান্না করা দুই শিশুর মাকে জামিন দিল হাইকোর্ট

নূর মোহাম্মদ : [২] নানির করা চুরি ও মারধরের মামলায় সেই দুই শিশুর মাকে জামিন দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাদের বাবাকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

[৩] বুধবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন৷

[৪] ‘আদালতের বারান্দায় দুই শিশুর কান্না, বিচারের বাণী কাঁদল নিভৃতে’ শিরোনামে চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান আসাদ, শিশির মনির ও কুমার দেবুল দে।

[৫] পরে আদালত শুনানি নিয়ে শিশু দুটির মাকে দ্রুত মুক্তির নির্দেশ দেন এবং বাবার জামিনের বিষয়টি বিচারিক আদালতকে বিবেচনা করতে বলে।

[৬] জামিনের আদেশটি দ্রুত ই-মেইল ও ফ্যাক্সে পাঠানোর নির্দেশ দেয় হাইকোর্ট।

[৭] আবেদনকারী আইনজীবী শিশির মনির বলেন, ‘হাইকোর্টের আদেশের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতের সঙ্গে যোগাযোগ করি। ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশে মাকে মুক্তি দিতে এখন ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়