শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৪:২৮ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৪:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৫ দফা দাবীতে বদরগঞ্জ শ্যামপুর চিনিকল এলাকায় চলছে অর্ধদিবস হরতাল

আফরোজা সরকার: [২] রংপুরে বদরগঞ্জ শ্যামপুর চিনিকল এলাকায় অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন এবং আখচাষী কল্যাণ সমিতির ডাকা হরতালে সমর্থন জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন।

[৩] বুধবার (২৩ ডিসেম্বর) ভোর ছয়টা থেকে হরতাল কর্মসূচির পালিত হচ্ছে বলে জানান শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন।

[৪] সকাল থেকে স্থানীয় আখচাষী ও চিনিকল শ্রমিকেরা শ্যামপুর চিনিকলের সম্মুখ ফটকে অবস্থান নেন। সেখানে তারা আখ মাড়াই কার্যক্রম চালুসহ বন্ধ ৬ চিনিকল খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন। এর আগে সকাল থেকে চিনিকল ক্যাম্পাস এলাকায় খন্ড খন্ড মিছিল বের করেন শ্রমিক ও চাষীরা। দাবী আদায় না হলে রেলপথ, রাজপথ অবরােধসহ আরও কঠর কর্মসূচি ঘােষণার হুঁশিয়ারি দেন আন্দোলনরত সংগঠনের নেতারা।

[৫] এদিকে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে চিনিকল এলাকায়। পুলিশি বাধার মুখে আন্দোলনরত শ্রমিক ও চাষীরা চিনিকল ক্যাম্পাস এলাকার বাহিরের সড়কে যেতে পারছেন না। তবে হরতালে সমর্থন জানিয়ে চিনিকলের আশপাশের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখেছেন।

[৬] শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়ন এর সাধারণ সম্পাদক বুলু আমীন বলেন, ১৫টি চিনি কলের মধ্যে ৯টি চালু করলেও এখনও ৬টি বন্ধ রয়েছে। তারমধ্যে শ্যামপুর চিনিকল একটি। অবিলম্বে এই চিনিকল চালু করে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধসহ পাঁচ দফা দাবী মেনে নিতে হবে। না হলে ২৪ ডিসেম্বর থেকে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে।

[৭] বর্তমানে শ্যামপুর চিনিকলসহ স্থগিতকৃত ৬টি চিনিকলে আখ মাড়াই কাৰ্যক্রম যথাযথভাবে পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মিল চালানাের প্রয়ােজনীয় প্রায় সকল ব্যয় নির্বাহ করা হয়েছে। এই সময়ে শ্যামপুর চিনিকলের মাড়াই বন্ধ রেখে শ্যামপুর চিকিলের আওতায় উৎপাদিত আখ কতৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী জয়পুরহাট চিনিকলে মাড়াই করলে অতিরিক্ত আরও ৮ থেকে ১০ কোটি টাকা খরচ বৃদ্ধি পাবে। সে ক্ষেত্রে লােকসান কমানাের যে উদ্দেশ্যে মিল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে, পক্ষান্তরে লােকসান আরও বৃদ্ধি পাবে বলে জানান শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমীন।

[৮] এদিকে শ্যামপুর চিনিকল আখচাষী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেহেদি হাসান সাগর বলেন, এই চিনিকলের কারণে আট থেকে দশ হাজার আখচাষী অর্থকারী ফসল আখচাষ করে আর্থিক সচ্ছলতা পেয়েছেন। এর সাথে সম্পৃক্ত ব্যবসায়ী, রিক্সাওয়ালা, নৈশপ্রহরীসহ অনেকে রয়েছে। যারা এই চিনিকলের উপর নির্ভর করে জীবন জীবিকা পরিচালনা করে আসছেন। তিনি আরও বলেন, শ্যামপুর চিনিকলের শ্রমিক কর্মচারীরা দীর্ঘ সময় বেতন ভাতা না পেয়ে, অনেকে অবসরকালীন গ্রাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন। আমাদের সবার অবস্থা ভীষণ খারাপ। তারপরও আমরা মায়ের মতো করে এই চিনিকলকে আগলে রেখেছি।

[৯] এর আগে গত ১৯ ও ২০ ডিসেম্বর চিনিকল খুলে দেয়াসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও সমাবেশ করেছে আখচাষী ও শ্রমিক কর্মচারী রংপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান শ্যামপুর চিনিকল। ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত এই চিনিকল দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে জাতীয়করণ করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে এলাকার আর্থসামাজিক উন্নয়নে চিনিকলটির অংশিদারীত্ব রয়েছে। চিনিকলটিতে হাজারাে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা চাকরির মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে।

[১০] প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর দেশের ১৫টি চিনিকলের মধ্যে ছয়টি চিনিকলের মাড়াই বন্ধ রেখে ৯টি চিনিকলের মাড়াই চালু রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপােরেশন। লােকসান কমানাের উদ্দ্যেশ্যে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়