শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৫:০৬ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহের কালীগঞ্জে চাকরি দেওয়ার নামে এক যুবককে মারধর, প্রতারক সাগর আটক

ফিরোজ আহম্মেদ: [২] কালীগঞ্জে চাকরি দেওয়ার নামে এক যুবককে মারধর করে টাকা নেওয়ার অভিযোগে সাগর হোসেন (৩২) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার সন্ধ্যার দিকে তাকে উপজেলার বলাকান্দর এলাকা থেকে আটক করা হয়।

[৪] আটক সাগর হোসেন কালীগঞ্জ উপজেলার আড়ুয়াশলুয়া এলাকার দলিল উদ্দিনের ছেলে।

[৫] ৪নং নিয়ামতপুর ইউনিয়নের চেয়ারম্যান রাজু আহমেদ রনি লস্কর জানান, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে যশোর জেলার চৌগাছা উপজেলার পুড়োপাড়া এলাকার সোহান হোসেন নামে এক যুবককে চাকরি দেওয়ার নাম করে ডেকে আনেন প্রতারক সাগর। এরপর বলাকান্দর এলাকার একটি খালপাড়ের বাগানের ভিতর নিয়ে গিয়ে মারধর করে। সেখানে যুবক সোহানের কাছ থেকে ১২ হাজার টাকা জোর করে নিয়ে নেয় সাগর। এরপর সোহানের মায়ের কাছে ফোন দিয়ে বিক্যাশে আরো ১৫ হাজার টাকা নেয়। সোহান কৌশলে তার বন্ধুদের কাছে ফোন দিয়ে জানালে,তার বন্ধুরা গুগল ম্যাপের মাধ্যমে স্থান শনাক্ত করে ঘটনাস্থলে উপস্থিত হয়। সোহানের বন্ধুদের দেখে সাগর পাশের খালের পানির মধ্যে লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। এরপর গ্রামবাসীর সহযোগিতায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

[৬] সোহান হোসেন জানায়, চাকরির জন্য টাকা লাগবে। ১/২ দিন সময় লাগবে টাকা দিতে। শুরুতেই ১২ হাজার টাকা দিই। এরপরও বাসায় ফোন করে টাকার কথা বলি। বাসা থেকে ১৫ হাজার টাকা দেয়। বিভিন্ন কথাবার্তার পর সে জানায় চাকরি করবো না। আমাকে মারধর করে। এরপর আবারও ২০ হাজার টাকা দাবি করে। তারপর আমি আমার বন্ধুদের আবার ফোন করে জানায়। বন্ধুরা ফোন ট্রাকিং করে আমাকে উদ্ধার করে।

[৭] কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, এ ঘটনায় সাগর হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়