শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডেমরায় দুই চাঁদাবাজকে গ্রেপ্তার

মো. বশির উদ্দিন: [২] রাজধানীর ডেমরায় নৌ-পুলিশের অভিযানে বালু নদে সিমেন্টবাহী বাল্কহেড থেকে চাঁদা তোলার সময় দুই চাঁদাবাজকে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।

[৩] গ্রেফতারকৃতরা হলেন- ডেমরার ঠুলঠুলিয়া গ্রামের মৃত মমিন মিয়ার ছেলে দ্বীন ইসলাম ওরফে দিলু (৪৮) ও নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের থানাধীন পশ্চিমগাঁও গ্রামের মৃত খলিল হোসেনের ছেলে জয় হাসান ওরফে মিজান (২২)। মঙ্গলবার দুপুরে নৌ-পুলিশের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হলে ওই দিন বিকালে আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন। নৌ পুলিশের রাজাখালি ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুর রহমান ঢালীর নেতৃত্বে সোমবার বিকালে রাজাখালী বালু নদ থেকে তাদের গ্রেফতার করা হয়।

[৪] এ বিষয়ে সোমবার রাতে গ্রেফতার ওই চাঁদাবাজদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই রআব্দুর রহমান ঢালী।

[৫] বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) নূরে আলম সিদ্দীকি বলেন, দিলু ও মিজান দীর্ঘ দিন ধরেই বালু নদে নৌ-পুলিশকে ফাঁকি দিয়ে বিভিন্ন মালবাহী বাল্কহেড থেকে চাঁদা আদায় করে আসছিল। সোমবার তাদেরকে হাতে নাতে গ্রেফতার করে নৌ-পুলিশ। সম্পাদনা: জেরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়