শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির 

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০৯ দুপুর
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনার বাংলা গড়তে হলে গ্রামীণ অর্থনীতিকে উজ্জীবিত করতে হবে: সিমিন হোসেন রিমি এমপি

আকরাম হোসেন: [২] সোনার বাংলা গড়তে হলে আমাদেরকে গ্রামীণ অর্থনীতিকে উজ্জীবিত করতে হবে। আমাদের দেশের অর্থনীতির মূল যোগানদাতা হচ্ছে গ্রামের সেই ক্ষুদ্র কৃষক,কারণ আমাদের দেশ কৃষি নির্ভর দেশ। আমাদের দেশের মাটি সোনা ফলানো মাটি যেখানে বীজ বপন করলেই ফসল হয় যা বিশে^র অনেক উন্নত দেশেই সম্ভব নয়।

[৩] কিন্তু আমাদের দেশের ক্ষুদ্র কৃষকদের উৎপাদিত পণ্য স্বল্প হওয়ায় তারা সঠিক মূল্য পায়না। তাই ক্ষুদ্র ক্ষুদ্র কৃষকদের সমবায়ের মাধ্যমে একত্রিত করে তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাওয়ার ব্যবস্থা করতে হবে। উজ্জীবিত হবে আমাদের গ্রামীণ অর্থনীতি, দেশ হবে উন্নয়নশীল, বাস্তবায়ন হবে বঙ্গবন্ধু ও বঙ্গতাজের স্বপ্ন।

[৪] গাজীপুরের কাপাসিয়ায় আজ মঙ্গলবার দুপুরে উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গনে সমবায় উদ্যোক্তা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি এসব কথা বলেন।

[৫] গাজীপরের জেলা প্রশাসক এস এম আতিকুল ইসলামের সভাপতিত্বে ও আবৃত্তিকার ইকবাল নিশাদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার গোলাম মোর্শেদ মৃধা। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার মোহাম্মদ সাদ্দাম হোসেন, সমবায়ীদের মাঝে অধ্যক্ষ তাজউদ্দিন আহম্মেদ, মনিরুল হক চানমিয়া, নূরুল আমীন সিকদার, কামাল হোসেন প্রমুখ।

[৬] এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি মুহম্মদ শহীদুলাহ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খাঁন, উপজেলা নির্বাহী অফিসার মোসা. ইসমত আরা, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউদ্দিন আহম্মেদ সেলিম, উপজেলার যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, সাধারণ সম্পাদক রাজিব ঘোষ, ছাত্রলীগ সভাপতি মো. আব্দুল কাইয়ুম প্রমুখ। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়