শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ১০:৫৬ দুপুর
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টিতে পাকিস্তানের পক্ষে বেশি রানের রেকর্ড গড়লেন হাফিজ

স্পোর্টস ডেস্ক : [২] বয়স ৪০! তার কোন ছাপ নেই মাঠে। নিয়মিত ব্যাট হাতে প্রমাণ দিয়ে যাচ্ছেন পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ। চার-ছক্কার খেলা টি-টোয়েন্টিতে যেখানে প্রাধান্য দেওয়া হয় তরুণদের সেখানে দুর্দান্ত ব্যাটিংয়ে নিজেকে তরুণদের ভিড়েও সেরা প্রমাণ করে যাচ্ছেন তিনি। একের পর এক ইনিংসে ছাড়িয়ে যাচ্ছেন অন্যদের। এবার নিজের নাম লেখালেন সবার উপরে।

[৩] আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাকিস্তান হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডে সবার উপরে নিজের নাম লেখালেন ৪০ বছর বয়সী প্রফেসর খেতাব প্রাপ্ত মোহাম্মদ হাফিজ। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়েন হাফিজ।

[৪] নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিতে পাকিস্তান হারলেও ৯৯ রানের অপরাজিত ইনিংস খেলে দারুণ রেকর্ড গড়েছিলেন তিনি। পাকিস্তানের হয়ে তার এই ইনিংসি ছিল যেকোন ক্রিকেটারের দ্বিতীয় সর্বোচ্চ টি-টোয়েন্টিতে ব্যক্তিগত স্কোর।

[৫] এবার সিরিজের শেষ ম্যাচটিতে খেলতে নেমে ২৯ বলে ৪১ রানের দারুণ ইনিংস খেলেন তিনি। এই ইনিংসের পথে নাম লেখান টি-টোয়েন্টিতে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে। যদিও সমান রান শোয়েব মালিকেরও। ১১৫ ম্যাচে মালিকের রান ২৩২৩।

[৬] অন্যদিকে ৯৯ ম্যাচে সমান ২৩২৩ রান হাফিজের। ফলে ম্যাচ কম খেলায় হাফিজের নামটিই উপরে থাকছে। তবে পরবর্তীতে ম্যাচে ১ রান করলেই এককভাবে উপরে আসবেন হাফিজ।

[৭] আবার, সবমিলিয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি রান সংগ্রাহকের তালিকায় হাফিজের অবস্থান ৪ নম্বরে। পাঁচ নম্বরে থাকছেন মালিক। এই তালিকায় সবার উপরে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তার রান ২৯২৮। দুই আছের তারই স্বদেশী রোহিত শর্মা। তার রান সংখ্যা ২৭৭৩। আর তিনে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (২৬২১)।- ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়