শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৫ সকাল
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাঁচলাইশ এলাকায় ৪ জন ছিনতাইকারী গ্রেপ্তার

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার শুলকবহর এলাকায় ছিনতাই করে পালিয়ে যাওয়ার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] সোমবার (২১ ডিসেম্বর) ঢাকা থেকে আসা এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে মোবাইল, ল্যাপটপ ও টাকা ছিনতাই করে। এই ঘটনায় পুরোদিন নগরীর কোতোয়ালী ও চান্দগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ ইদ্রিস (২২), ইমন বড়ুয়া (২৩), ইব্রাহিম বাপ্পি (২৭) ও মিজানুর রহমান রনি (২৭) নামে ৪ জন আটক করা হয়।

[৪] এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ দেড় হাজার টাকা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

[৫] গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া বলেন, ১৮ ডিসেম্বর ভোররাত সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে আসা আসিফুল হক চৌধুরী বাস থেকে নেমে হেঁটে নিজের বাসায় যাচ্ছিলেন। পথে শুলকবহর ইকবাল বোর্ডিংয়ের গলির পাশে আলামিন হাউজিং সোসাইটির সামনে চার যুবক তার পথরোধ করে ছুরিকাঘাত করে। এরপর ২৭ হাজার টাকা দামের মোবাইল, ৩০ হাজার টাকা দামের ল্যাপটপ ও নগদ ৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। অভিযোগের ভিত্তিতে সারাদিন তথ্যপ্রযুক্তির সহায়তায় ছিনতাই ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা চোরাই মোবাইল কেনাবেচার সাথে সম্পৃক্ত। তাদের মধ্য গ্রেপ্তাার হওয়াাা ইদ্রিস কারাগারর থেকে জামিনে বের হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক ছিনতাইয়ের মামলাও আছে বলে জানান ওসি আবুল কাশেম ভূঁইয়া। সম্পাদনা: হ্যাপি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়