শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ২২ ডিসেম্বর, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা টিকা দেশে পাওয়া যাবে ১২শ’ টাকায়: বেক্সিমকো ফার্মা

লাইজুল ইসলাম: [২] বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা বলেন, প্রাথমিকভাবে আমরা খুবই অল্প পরিমাণে টিকা আনছি। এক্ষেত্রে এক মিলিয়ন ডোজ (১০ লাখ) আমরা আনবো। যদি এরপর চাহিদা বাড়ে ও সরকারের পক্ষ থেকে বলা হয় তখন আরও আনা হবে।

[৩] তিনি বলেন, দেশের বেসরকারি খাত বিবেচনা করলে দেখা যাবে, আমাদের ফার্মাসিউটিক্যালস কোম্পানির অনেক মানুষকে আমরা হারিয়েছি এই মহামারিতে। আমরা কিন্তু একদিনের জন্যেও ফ্যাক্টরি বন্ধ রাখতে পারিনি। একইভাবে দেখা যায় ব্যাংক, গার্মেন্টস খাতের মানুষরাও কিন্তু কাজ করে যাচ্ছেন। এক্ষেত্রে প্রথমে ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে প্রাধান্য দিয়ে বাকিদের বিতরণ করা হবে।

[৪] রাব্বুর রেজা বলেন, ঔষধ প্রশাসন অধিদপ্তরে মূল্য নির্ধারণের জন্য আবেদন করতে হয়। আমদানির খরচ অনুপাতে দাম নির্ধারণ করে দেবে। সেই হিসেবে ঔষধ প্রশাসন অধিদপ্তর আমাদের মূল্যের বিষয়ে অনুমতি দেবে।

[৫] তিনি আরও বলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত এই ভ্যাকসিন দুটি করে ডোজ দিতে হয় ২৮ দিন পর। এক্ষেত্রে কাদের এই ভ্যাকসিন দেওয়া হয়েছে সেই ডাটাবেইজ অবশ্যই সরকারের সঙ্গে শেয়ার করা হবে। সম্পাদনা : ইসমাঈল ইমু, রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়