শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাউজানে নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কাজের মান নিয়ে অসন্তোষ-কারিগরি বিভাগের অতিরিক্ত সচিব

শাহাদাত হোসেন: [২] রাউজানে গহিরা কুন্ডেশ্বরী এলাকায় নির্মাণাধীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করতে এসে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (অডিট ও আইন) মো. বিল্লাল হোসেন কাজের ধীরগতি ও মান দেখে অসন্তোষ প্রকাশ করেন।

[৩] রোববার (২০ ডিসেম্বর) তিনি প্রতিষ্ঠানের একাডেমিক ভবন নির্মাণ কাজ ঘুরে ঘুরে দেখেন। পরিদর্শন শেষে তিনি উপজেলা পরিষদ মিলানায়তনে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সভায় এই প্রতিষ্ঠানে ২০২১ শিক্ষাবর্ষের জেএসসি (ভোকেশনাল) ৬ষ্ঠ ও এস.এস.সি ভোকেশনাল নবম শ্রেণীর ছাত্র-ছাত্রী ভর্তির ব্যপারে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

[৪] আলোচনায় অংশগ্রহণ করেন শিক্ষা প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী জামাল উদ্দিন, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই’র অধ্যক্ষ মো. আবদুল মতিন হাওলাদার, কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (এ.ডি-১) মো. জাহেদুল কবির খান, উপজেলা দসহকারী কমিশনার ভূমি অতীশ দর্শী চাকমা, রাউজান সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ তারেকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কুদ্দুস।

[৫] পরিদর্শনে আসা অতিরিক্ত সচিব বিল্লাল হোসেন ভবনে ব্যবহৃত কিছু নির্মান সামগ্রী ও দরজার চৌকাঠসহ বিভিন্ন উপকরণ দেখে অসন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাজের প্রতি লক্ষ্য রাখার নিদেশ প্রদান করেন। পরিদর্শনের সময় নির্মাণকারী প্রতিষ্ঠানে সত্ত্বাধিকারী সাইফুদ্দিন চৌধুরী সাবু উপস্থিত ছিলেন।

[৬] উল্লেখ্য, রাউজান সরকারী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালের ১২ ফেব্রুয়ারি। ১৭ কোটি ১৮ লাখ ১১ হাজার টাকা ব্যয়ে দেড় একর জমিতে এই প্রতিষ্ঠানের একাডেমীক ভবন নির্মাণ করা হচ্ছে। কার্যাদেশ পাওয়ার ১৮ মাসের মধ্যে এর কাজ বুঝিয়ে দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ সম্পন্ন করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান প্রতিষ্ঠান মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়